ক্যাম্পাসে প্রবেশ করতে চাওয়ায় ঢাবি শিক্ষার্থীকে থানায় দিল প্রক্টর


ঢাকা বিশ্ববিদ্যালয় | Published: 2021-01-01 03:42:09 BdST | Updated: 2024-05-18 19:00:55 BdST

বিশ্ববিদ্যালয় থেকে দেয়া বৈধ আইডি কার্ড থাকা সত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীকে ক্যাম্পাস প্রবেশ করতে দেয়নি প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী। এমনকি তাদের সাথে অসদাচরণ করে একাধিক ছাত্র-ছাত্রীকে শাহবাগ থানায় হস্তান্তর করেছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটেছে।

ডাকসুর সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য প্রক্টরের সাথে কথা বললেও শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশে বাধা দেন প্রক্টর এবং তাদের সাথে অসদাচরণ করেন ।

ঘটনাটি ক্যাম্পাসটাইমসকে নিশ্চিত করেছেন রকিবুল ইসলাম ঐতিহ্য।

তিনি বলেন, আমার সাথেও তিনি অসদাচরণ করেছেন। শিক্ষার্থীদের সাথে বৈধ আইডি কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে অপদস্ত করে শাহবাগ থানায় হস্তান্তর করেছেন প্রক্টরি। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই ক্যাম্পাসে প্রবেশ করবে। তারা বহিরাগতদের নিয়ন্ত্রণ করতে পারে না কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে অসদাচরণ করে।

ঐতিহ্য জানান, তিনি এ ঘটনা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে কথা বললেও তিনি এতে কোন ভ্রুক্ষেপ করেননি। এমনকি সমাধানের চেষ্টা করেননি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কোন ধরনের কর্তৃপক্ষেরই শিক্ষার্থীদের সঙ্গে এরকম আচরণ করার অধিকার নেই।

বিষয়টি সম্পর্কে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানীকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য ইংরেজি নববর্ষ উপলক্ষে ক্যাম্পাসে প্রবেশের কড়াকড়ি আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ক্যাম্পাস টাইমসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঢাবি প্রক্টরের

"ক্যাম্পাসে প্রবেশ করতে চাওয়ায় ঢাবি শিক্ষার্থীকে থানায় দিল প্রক্টর" শিরোনামে ক্যাম্পাস টাইমসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীকে থানায় দেয়া হয়নি। এ ধরনের সংবাদ প্রকাশের আগে আরো সঠিকভাবে জেনে নেয়া উচিত। অসত্য সংবাদ প্রকাশ করা উচিত হয়নি।

ঢাবি প্রক্টর গোলাম রাব্বানী বলেন, শাহবাগ মোড়ে ছেলে-মেয়ে কিছুটা মাতাল অবস্থায় ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে তাদেরকে বাধা দেয়া হয় কিন্তু জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। আর ডাকসু সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্যের বাইকে পুলিশ লেখা থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। আর কারো সাথে কোনো ধরনের অসাধারণ হয়নি।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। ডাকসুর সাবেক সদস্য ও ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম ঐতিহ্যও এসময় ঘটনাস্থলে ছিলেন বলে জানা গেছে।

বিষয়টনিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মোহাম্মদ মামুন অর রশীদ। তিনি বলেন, রাতে আটকদের মধ্যে একজন পুলিশের স্টিকার লাগানো মোটরসাইকেল নিয়ে ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে দায়িত্বরত পুলিশ সদস্য তাকে থামায়। তার কথাবার্তায় সন্দেহ হলে তাকে শাহবাগ থানায় নিয়ে আসা হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে তার পরিচয় নিশ্চিত করলে তাকে ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে রাকিবুল ইসলাম ঐতিহ্য বলেন, ‘ভ্যালিড আইডি কার্ড থাকার পরেও আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বাধা দেয়া হয়েছে। দু’জন মেয়ে শিক্ষার্থীসহ পাঁচজনকে থানায় নিয়ে হাজতে ঢোকানো হয়েছে। আমরা পরিচয় দিলেও আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে পুলিশ। এমনকি তারা আমাদের গায়ে হাতও তুলেছে। ঢাবি প্রক্টরও আমাদের সাথে অসদাচরণ করেছে।’

জানতে চাইলে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী বলেন, ‘পুলিশের সাথে একটু ভুল বোঝাবোঝির কারণে এ ঘটনা ঘটেছে। আমি গিয়ে পুলিশকে বুঝিয়ে তাদেরকে থানা থেকে ছাড়িয়ে আনি।’