রোহিঙ্গাদের পাশে দাঁড়াচ্ছে রাবি প্রশাসন


রাশেদুল ইসলাম রাজন | Published: 2017-09-11 18:02:27 BdST | Updated: 2024-05-15 00:04:16 BdST

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র-উপদেষ্টা দপ্তর।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্র-উপদেষ্টা প্রফেসর জান্নাতুল ফেরদৌস শিল্পী মানবিকতার দিক বিবেচনা করে নিপড়ীত রোহিঙ্গা জনসাধারনের জন্য সহযোগিতার হাত বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জনান।

প্রফেসর জান্নাতুল ফেরদৌস শিল্পী বলেন, ‘রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর নির্যাতনে মুখে কয়েকদিনে কয়েক লক্ষ্যে রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারে প্রবেশ করেছে। তারা কোন ধর্মের সেটা মুখ্য বিষয় নয়, মানবিকতার দিক বিবেচনা করে তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের উচিত। এই জন্যই আমি নিজেই ভিসি স্যারকে বিষয়টি বলেছে, তার অনুমতি সাপেক্ষে ছাত্র-উপদেষ্টা দপ্তর থেকে হল প্রধ্যক্ষ কাউন্সিল ও বিভাগ সভাপতিদেরকে জানিয়াছি। হল কতৃপক্ষ হলে এবং বিভাগ কতৃপক্ষ ক্লাসে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ বা পুরান কাপড়-চোপড় সংগ্রহ করার জন্য বলেছি। তবে স্বত;স্ফুতভাবে সাহায্যের আহ্বান জানিয়েছি, কোন রকম কারোর উপর চাপ প্রয়োগ করা হবে না।’

এসময় তিনি বলেন, ‘আমরা সকল ফ্রান্ড একত্রিত করে রোহিঙ্গাদের কাছে পৌছানোর ব্যবস্থা করবো। এছাড়া ব্যাক্তি উদ্যোগে রোহিঙ্গাদের সহযোগিতা করতে চাইলে ছাত্র-উপদেষ্টা দপ্তরে যোগাযোগের জন্যও বলেন তিনি।’

এ ব্যাপারে হল প্রধ্যক্ষ কাউন্সিলের আহ্বায়ক ও শহীদ শামসুজ্জোহা হলের প্রধ্যক্ষ প্রফেসর গোলাম সাদিক বলেন, ‘ছাত্র-উপদষ্টো দপ্তর থেকে আমাকে জানানো হয়েছে রোহিঙ্গাদেরকে কোন রকম সহযোগিতা করা যায় কিনা? যেহেতু মানবিকতার একটা দিক, আমরা প্রধ্যক্ষ কাউন্সিল মিটিং করে এব্যাপারে সিদ্ধান্ত নিব।’

এমএস/ ১১ সেপ্টেম্বর ২০১৭