উপাচার্য কার্যালয়ের সামনে প্রগতিশীল ছাত্রজোটের কর্মসূচি


Dhaka | Published: 2021-01-08 01:59:18 BdST | Updated: 2024-05-18 22:12:14 BdST

স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হলগুলো খুলে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করাসহ কয়েকটি দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট। এরপর সেখানে ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতীকী কুশপুত্তলিকা দাহ কর্মসূচি ঘোষণা করা হয়।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টা থেকে দেড়টা পর্যন্ত জোটের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা উপাচার্য মো. আখতারুজ্জামানের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন।

ছাত্রজোটের অন্য দাবিগুলো হলো অবিলম্বে ক্যাম্পাস খোলার রোডম্যাপ হাজির করা ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদকে যুক্ত করে মনিটরিং সেল চালু করা, করোনা পরিস্থিতিতে এ বছরের সব বেতন-ফি মওকুফ করা, ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদের চাপ প্রয়োগ বা বাধ্য না করা এবং টিএসসির বর্তমান অবকাঠামো ভেঙে ফেলে বা পরিসর নষ্ট করে কোনো ধরনের অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত বাতিল করা৷

এই কর্মসূচি থেকে ১২ জানুয়ারি দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতীকী কুশপুত্তলিকা দাহ কর্মসূচি ঘোষণা করেন প্রগতিশীল ছাত্রজোটের বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক সোহাইল আহমেদ৷ তিনি জানান, ৩ দাবিতে ৮ জানুয়ারি থেকে গণস্বাক্ষর সংগ্রহ করবেন তাঁরা৷

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি সাদেকুল ইসলাম অভিযোগ করেন, হল খোলার ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে৷ শিক্ষার্থীদের সংগঠিত হওয়ার জায়গাগুলো তারা সংকুচিত করতে চায়৷ করোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতা, ধনীদের প্রণোদনা দেওয়া প্রভৃতির বিরুদ্ধে আন্দোলনের ভয়ে সরকার ছাত্রদের দমন করতে চায়৷ এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের তারা পরীক্ষায় ব্যস্ত রাখতে চাইছে৷ তাদের যে উন্নয়ন মডেল, সেখানে মানুষের জায়গা থাকে না৷

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাগীব নাঈমের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সহসাধারণ সম্পাদক মেঘমল্লার বসু ও সাংগঠনিক সম্পাদক জাহিদ জামিল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কর্মী আরাফাত সা’দ, লাবণী বন্যা প্রমুখ বক্তব্য দেন৷ উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ প্রমুখ৷