মা ও শিশু হাসপাতালে পাওয়া গেল নিখোঁজ চবি ছাত্র লাবিবকে


Chittagong | Published: 2021-01-08 06:07:19 BdST | Updated: 2024-05-18 22:12:51 BdST

নগরীর মা ও শিশু হাসপাতালেই পাওয়া গেছে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থি এসএম আবরার লাবিবকে। আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে তার সন্ধান মেলে বলে তার পরিবার থেকে বলা হয়।

গত মঙ্গলবার (৫ জানুয়ারী) আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে অসুস্থ বাবাকে দেখতে গিয়ে হাসপাতাল থেকে ঘুরতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় আবরার লাবিব।

এনিয়ে গতকাল বুধবার (৬ জানুয়ারি) নগরীর ডবলমুরিং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন লাবিবের খালাতো ভাই মুনতাসির উদ্দিন। তবে কে বা কারা তাকে নিয়ে গিয়েছিল বা দুইদিন সে কোথাই ছিল সে ব্যাপারে কিছুই বলতে পারেনি বলে জানায় তার স্বজনরা।

আবরার লাবিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফাইন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র সন্ধান মিলেছে।

খালাতো ভাই মুনতাসির উদ্দিন জানান, আজ রাত সাড়ে নয়টার দিকে আবরারকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে রেখে যাওয়া হয়। তাকে এখন সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। তাকে সিলেট নিয়ে যাওয়া হয়েছিল বলেও জানান তিনি। তবে জড়িতদের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি লাবিব।

তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলায়। করোনায় বিশ্ববিদ্যালয় বন্ধের পর থেকেই তিনি পরিবারের সঙ্গে গ্রামের বাড়ি কক্সবাজার থাকতেন। বাবার অসুস্থতার কারণে গত কয়েক দিন ধরে হাসপাতালে থাকতেন তিনি। গত ১৫-১৬ দিন তার বাবা করোনা আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি ছিল। মায়ের সঙ্গে তিনি হাসপাতালে বাবাকে দেখাশোনা করছিলেন। তার বাবার অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় গত বুধবার সন্ধ্যার পর হাসপাতাল থেকে হাটতে বের হয়ে নিখোঁজ হন লাবিব।