ঢাবির 'অপরাজেয় ৯২' এর উৎসবমুখর মিলনমেলা শুক্রবার


Dhaka | Published: 2021-01-08 09:45:29 BdST | Updated: 2024-05-18 20:49:33 BdST

"বারংবার প্রাণের টানে টিএসসিতে আয়, শখা প্রাণের মাঝে আয়" স্লোগানকে ধারণ করে শুক্রবার মিলন মেলার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশন অর্থাৎ "অপরাজেয় ৯২" এর শিক্ষার্থীরা।

এই মিলনমেলার আয়োজকরা ক্যাম্পাসটাইমসকে জানিয়েছেন, ইতিমধ্যে তাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে টিএসসির অভ্যন্তরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

মিলন মেলায় অপরাজেয় ৯২-এর প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে জানা গেছে।

মিলনমেলাকে কেন্দ্র করে ব্যাচের শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। অনেকেই অনলাইনে নিজেদের প্রোফাইল ফ্রেম ব্যবহার করছেন এবং লেখালেখি করছেন।

কর্মসূচির মধ্যে রয়েছে: টিশার্ট বিতরন, ফটো সেশন, চা নাস্তা ও প্রার্থনা বিরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফানুস, পরিচিতি ও মতামত প্রদান, নিজেদের পারফরমেন্স ও আতশবাজি , খাবার বিতরণ ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম ব্যাচ ভিত্তিক মিলন মেলা আয়োজন অনেকটাই কম।

আয়োজকরা বলেন, ভবিষ্যতে আমরা এ মিলনমেলা আরো বড় আকারে আয়োজন করব। তখন যাতে আমাদের ব্যাচের সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারে সে রকমভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের আয়োজন এবার তাড়াহুড়া করে হওয়ায় এবং করোনা সংকট থাকায় অনেকে হয়তো অংশগ্রহণ করতে পারবে না। তথাপিও উপস্থিতি সন্তোষজনক।

 ক্যাম্পাস টাইমস দেশের সবচেয়ে জনপ্রিয় শিক্ষা ভিত্তিক অনলাইন গণমাধ্যম