জাবি শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ


Desk report | Published: 2021-12-21 04:22:26 BdST | Updated: 2024-05-18 08:45:46 BdST

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। দুটি প্যানেলে এ নির্বাচনে অংশ নিচ্ছেন উপাচার্য পন্থী ও উপাচার্য বিরোধী পন্থী শিক্ষকরা।

সোমবার (২০ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার তাহমিনা ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সমর্থক ও তার বিরোধী শিক্ষকরা দুইটি পৃথক প্যানেল হয়ে এ নির্বাচনে অংশ নিচ্ছেন।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলা বিভাগের অধ্যাপক এ.এস.এম আবু দায়েন, রসায়ন বিভাগের অধ্যাপক মাহবুব কবির ও গণিত বিভাগের অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন, ব্যাবসায় প্রশাসন ইন্সটিটিউটের অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন এবং কে এম মহিউদ্দিন।

এরমধ্যে সভাপতি পদে মাহবুব কবির উপাচার্য বিরোধী এবং লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ উপাচার্যপন্থী প্যানেল থেকে নির্বাচন করছেন। আর সাধারণ সম্পাদক পদে আমজাদ হোসেন উপাচার্য বিরোধী এবং মোতাহার হোসেন উপাচার্য পন্থী প্যানেল থেকে নির্বাচন করছেন। বাকি দুজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে শীর্ষ দুই পদে নির্বাচনে অংশ নিচ্ছেন।

নির্সবাচনে সহ-সভাপতি পদে নির্বাচন করছেন গণিত বিভাগের অধ্যাপক আবেদা সুলতানা ও প্রণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ইসমত আরা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আয়শা সিদ্দিকা ও শাহেদ রানা এবং কোষাধ্যক্ষ পদে মুহাম্মদ ছায়েদুর রহমান ও শফি মুহাম্মদ তারেক প্রতিদ্বন্দ্বিতা করছেন।