ঢাবিতে চলছে স্কিল ফ্যাক্টরির ইভেন্ট সিক্স সিজন


Dhaka | Published: 2022-05-31 22:56:57 BdST | Updated: 2024-05-18 07:56:09 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সবচেয়ে আলোচিত ক্লাবগুলোর মধ্যে অন্যতম ডিপার্টমেন্টভিত্তিক ক্লাব হলো ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাব। ২০১১ সালে ডিপার্টমেন্টের কয়েকজন শিক্ষার্থীদের হাত ধরে ক্লাবটি যাত্রা শুরু করে এবং শুরু থেকেই শিক্ষার্থীদের নানাবিধ উন্নয়নমূলক কার্যক্রমের জন্য বিশ্ববিদ্যালয় জুড়ে সমাদৃত।

সম্প্রতি ২৮শে মে, ২০২২ তারিখে "ডাবুর হার্বাল ইনটেন্স ফ্রেশ জেল টুথপেস্ট প্রেজেন্টস স্কিল ফ্যাক্টরী" শিরোনামে ক্লাবটির সবচেয়ে জনপ্রিয় ইভেন্টটির ৬ষ্ঠ সিজনের উদ্বোধন করা হয়। গত ২৯শে মে, ২০২২ তারিখ হতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয় এবং তা ২রা জুন, ২০২২ পর্যন্ত চলবে যা অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই প্রযোজ্য।

স্কীল ফ্যাক্টরি মূলত বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ও ক্যারিয়ারভিত্তিক দক্ষতা, এবং সার্বিক উন্নয়নের উদ্দেশ্যে সাজানো একটি প্রশিক্ষণ ও প্রতিযোগিতামূলক প্রোগ্রাম। যেখানে প্রথম ধাপে ৪ জন অভিজ্ঞ ও স্ব স্ব কর্মক্ষেত্রে সফলতার সাথে দাপিয়ে বেড়ানো ব্যক্তিবর্গের দ্বারা পরিচালিত হবে ৪টি প্রশিক্ষণমূলক ওয়ার্কশপ। পরবর্তীতে প্রতিযোগিতার ভিত্তিতে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানের নিরীক্ষণের মাধ্যমে প্রথম ৩টি বিজয়ী দল ঘোষনা করা হবে। বিজয়ী ৩টি দলের জন্য রয়েছে সম্মিলিতভাবে ৩০,০০০ টাকার নগদ পুরষ্কার সহ আরও অনেক উপহার সামগ্রী।

এবারের ৪টি ওয়ার্কশপের বিষয়বস্তুর মধ্যে রয়েছে প্রেজেন্টেশন হ্যাকস, পার্সোনাল ব্র্যান্ডিং, ৩৬০° মার্কেটিং ইত্যাদি। ইন্সট্রাক্টরদের মধ্যে থাকছেন সাদমান সাদিক, আফনান বিন আশরাফ (ব্র্যান্ড ম্যানেজার, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড), রামিম আহমেদ (যোগাযোগ বিষয়ক কর্মকর্তা, ওয়ার্ল্ড ব্যাংক), নাজমুন নাহার (নিয়োগ বিষয়ক কর্মকর্তা, বিএমটি)।

স্কীল ফ্যাক্টরির ৫ম সিজনের বিজয়ী দলের একজন সদস্য জানায়, বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে ভিন্ন এবং দৃঢ় প্রতিযোগিতামূলক পরিবেশের সাথে খাপ খাওয়াতে সে ব্যর্থ প্রায়, এমন সময় স্কীল ফ্যাক্টরির জন্য রেজিস্ট্রেশন করায় ছিল তার সবচেয়ে ফলপ্রসূ সিদ্ধান্ত। একজন নবাগত শিক্ষার্থীর জন্য এমন প্রশিক্ষণমূলক কর্মসূচি আসলেই প্রয়োজন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাবের এমন যুগোপযোগী সিদ্ধান্তের জন্য সে সত্যিই কৃতজ্ঞ।

এই ইভেন্টের একমাত্র উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের মেধা ও ক্যারিয়ার গঠনের যোগ্যতা বিকাশের একটি পথ সৃষ্টি করে দেওয়া মাত্র, তাছাড়া স্কীল ফ্যাক্টরি এতটা সফল হওয়ার পেছনে রয়েছে প্রতিযোগীদের সুদৃঢ় উদ্যম ও সকল বাধা ছাড়িয়ে এগিয়ে যাওয়ার অসীম আগ্রহ।