বেরোবিতে ৪ দফা দাবিতে ছাত্রফ্রন্টের মানববন্ধন


Desk report | Published: 2022-06-03 03:08:04 BdST | Updated: 2024-05-18 09:11:23 BdST

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের সংকট নিরসনে চার দফা দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

বৃহস্পতিবার (২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে ছাত্রফ্রন্ট সভাপতি রিনা মুরমুর সভাপতিত্বে কর্মসূচি পালিত হয়।

চার দফা দাবিগুলো হলো- শিক্ষার্থীদের ক্লাসরুম সংকট নিরসন, আবাসন সংকট নিরসন, নির্মাণাধীন শেখ হাসিনা হল দ্রুত নির্মাণ ও ক্যাফেটেরিয়ায় স্বল্পমূল্যে মানসম্মত খাবার নিশ্চিত করা।

এ সময় ছাত্রফ্রন্টের রংপুর মহানগর সভাপতি যুগেশ ত্রিপুরা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী কাজল, হৃদয়, মার্জিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে যুগেশ ত্রিপুরা বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংকটগুলো দীর্ঘদিনের। প্রশাসনের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করা ও শিক্ষার্থীবান্ধব মানসিকতা তৈরি না হওয়ায় এক যুগ পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের সংকটগুলো নিরসন হয়নি।