নোবিপ্রবিতে প্রক্টরিয়াল বডির অভিযানে আটক ১০ বহিরাগত


NSTU Correspondent | Published: 2022-06-08 09:10:55 BdST | Updated: 2024-05-18 14:19:53 BdST

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রক্টরিয়াল বডির অভিযানে দশজন (১০) বহিরাগত আটক করেছে নোবিপ্রবি প্রশাসন। আজ সন্ধ্যায় ( ৭ জুন) বহিরাগতদের প্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা।

সন্ধ্যা বেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে বাইকসহ মোট দশজনকে আটক করে অভিযানকারী দল। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের পুকুরপাড়ে (নীলদিঘি) অধিকাংশ বহিরাগতদের পদচারণা বেশি থাকে। সেখান থেকেই অধিকাংশদের আটক করা হয়। আটককৃতদেরকে পরবর্তীতে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে অভিযানকারী দলের সদস্য ও বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ছাত্র-শিক্ষক সবার সমন্বয়ে নিরাপদ একটি ক্যাম্পাস উপহার দিতে চাই আমরা। এ লক্ষ্যে বিশ্বিবদ্যালয়ের অভ্যন্তরে বহিরাগতদের প্রবেশ ও অপকর্ম রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এই কাজে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর বাদশা মিয়া বলেন, ক্যাম্পাসে বহিরাগতদের অপতৎপরতা বেড়ে গিয়েছিল। তাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলছে এবং ভবিষ্যতেও চলবে। ইতোমধ্যে পুকুর পাড়কে ঘিরে অপরাধ বন্ধে ঝোপঝাড় পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। আলো স্বল্পতা রোধে খুব দ্রুত লাইট সেটআপ করা হবে।

এর আগে গতকালও অভিযান চালিয়ে একজোড়া যুবক-যুবতীকে আটক করেছিল প্রক্টরিয়াল বডি। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

গত কয়েকমাস ধরেই বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের দৌরাত্ম বেড়ে চলছে এবং তাদের বিরুদ্ধে উচ্চগতিতে বাইক চালানো, মেয়েদের হলের সামনে বাজে মন্তব্য করা, পাকুর পাড়ে মাদক সেবনসহ বিভিন্ন অপকর্মের অভিযোগের করেছে শিক্ষার্থীরা। এসব অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।