পাবিপ্রবিতে পরিবহন সংকট ও শিডিউল বিপর্যয়, শিক্ষার্থীদের ভোগান্তি


Nazmul Islam | Published: 2022-06-09 09:59:24 BdST | Updated: 2024-05-18 11:57:05 BdST

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পরিবহন শিডিউল বিপর্যয় ও পরিবহন সংকটে বিড়ম্বনায় পড়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, একাধিকবার অভিযোগ করা হলেও মেলেনি কোনো সমাধান। এদিকে অনেক দিন ধরে ড্রাইভার সংকটে নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে ২ টি বাস। উদাসীন পরিবহন প্রশাসন।

খোঁজ নিয়ে জানা যায়, পরিবহন প্রশাসনের দেওয়া শিডিউল অনুযায়ী মোট ৭ টি সচল বাসের মধ্যে সকাল ৭ টা ৫০ মিনিটে মোট ৬ টি বাস চালু রয়েছে। এরমধ্যে মাত্র ৩ টি বাস শহর-গাছপাড়া রুটে চলাচল করে এবং বাকি ৩ টি বাস দূরবর্তী আতাইকুলা, সুজানগর, দাশুড়িয়া রুটে চলাচল করে।সর্বশেষ স্লট ৫টা ১০ মিনিটে একই শিডিউলে বাস চলাচল করে।বাস সংকট থাকা সত্ত্বেও কোনো এক অজ্ঞাত কারণে ০৫ নম্বর বাসটি সকাল-বিকালে মাঝেমধ্যে চলাচল করে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, "সম্প্রতি নতুন সেশনের ক্লাস শুরু হওয়ায় বাসের উপর বাড়তি চাপের সৃষ্টি হয়েছে।অধিকাংশ শিক্ষার্থীর সকালের স্লটে ক্লাস থাকায় এই চাপ আরো বেড়েছে। আমরা বাসে সিট না পেয়ে দাঁড়িয়ে ক্যাম্পাসে আসি যা এই গরমে খুবই অস্বস্তিকর। মাঝেমধ্যে বাসে এতোতাই চাপ থাকে উঠার মতো পরিস্থিতি থাকে না।ফলে অটোতে যাতায়াত করতে বাধ্য হই।"

ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাধুরী আক্তার মায়া বলেন, "বিশ্ববিদ্যালয়ে বাসের সংখ্যা কম থাকায় প্রায় সবগুলো বাসেই শিক্ষার্থীরা গাদাগাদি করে যাতায়াত করে।প্রচন্ড গরমের মধ্যে এভাবে যাতায়াত করতে খুবই অসুবিধা হয়।শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বাসের সংখ্যা বাড়ানো খুবই জরুরি হয়ে পড়েছে।"

এ বিষয়ে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস্ ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাফাত বিন ইসলাম শোভন বলেন,"আমরা দূরবর্তী রুটের বাসের বিপক্ষে না।আমরা চাই সবাই উপকৃত হোক।কিন্তু বাস ড্রাইভারদের তথ্যমতে দূরবর্তী রুটে তেমন স্টুডেন্ট থাকে না, বেশিরভাগই বাসগুলো ফাঁকা যাতায়াত করে।অন্যদিকে শহর-গাছপাড়ার বাসে দাঁড়ানোর ঠায় মিলে না।বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সকল বিষয় আমলে নিয়ে দ্রুত সমস্যার সমাধান করার অনুরোধ জানাই।"

এক বাস চালক জানান, আতাইকুলা বিকেলের বাসে মাত্র ৭/৮ জন যায়।এদিকে মেরিলের দিকে ছাত্ররা বাসে দাঁড়িয়ে যাওয়ার জায়গাও পায় না। এই রাস্তায় আরো কমপক্ষে ২ টা বাস দরকার।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের প্রশাসক ড. রাহিদুল ইসলাম রাহি জানান,  উপাচার্য মহোদয় এবং পরিবহন পুল শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি আনরা অবগত এবং চেষ্টাও করছি। আশা করছি খুব দ্রুতই সমাধান করতে পারবো। সবাইকে আহবান করবো একটু সময় দেওয়ার জন্য। নতুন প্রশাসন, সর্বাত্মক চেষ্টা করছি। ইনশাআল্লাহ খুব দ্রুতই সমাধান হবে।