গাঁজাসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী আটক


IU Correspondent | Published: 2022-06-11 19:59:30 BdST | Updated: 2024-05-18 09:59:12 BdST

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে থেকে গাঁজাসহ দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুন) দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের তনু আহমেদ এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গুলহার মাসুদ রানা (রিফাত)।

তনু বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক।

 

পুলিশ ও প্রক্টরিয়াল বডি সূত্রে জানা গেছে, অভিযুক্ত তনু ও রিফাত ক্যাম্পাস পার্শ্ববর্তী শান্তিডাঙার স্থানীয় মাদক ব্যবসায়ী বাবুলের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা সংগ্রহ করেন। খবর পেয়ে অভিযান পরিচালনা করে ইবি থানা পুলিশ। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আইন সবার জন্য সমান। এ বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সামনের দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, দুই শিক্ষার্থীকে পুলিশ ক্যাম্পাসের বাইরে থেকে আটক করেছে। তাদের ছেড়ে দেওয়ার জন্য আমার কাছে সুপারিশ এসেছে। তবে আমি পুলিশকে বলেছি আইনে যেভাবে আছে সেভাবে ব্যবস্থা নেন। মাদকের বিষয়ে কোনো ছাড় নেই।