শর্ত জুড়ে গুচ্ছে যাওয়ার সিদ্ধান্ত ইবি শিক্ষক সমিতির


IU Correspondent | Published: 2022-06-12 20:44:05 BdST | Updated: 2024-05-18 13:59:00 BdST

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিপক্ষে অবস্থান থেকে সরে এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। কয়েকটি শর্ত জুড়ে দিয়ে ৩০ জুলাই থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

শনিবার (১১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানূর রহমান।

এর আগে এক সংবাদ সম্মেলনে ইবি গুচ্ছে গেলে শিক্ষকরা ভর্তি কার্যক্রমে অংশ নেবেন না বলে জানিয়েছিলেন সমিতির নেতারা।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীর নগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রফেশনাল ইউনিভার্সিটিসহ (বিইউপি) সব বিশ্ববিদ্যালয়কে গুচ্ছের আওতায় আনা, জটিলতা ও ভোগান্তি দূরীকরণ, ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আয়ের যাবতীয় অর্থের হিসাব পেশ, আবেদনের যোগ্যতার ভিত্তিতে সব ভর্তিচ্ছুকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া, আগামী বছর থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে ইবিকে গুচ্ছের নেতৃত্ব প্রদানসহ কয়েকটি শর্ত জুড়ে দিয়ে গুচ্ছের পক্ষে মত দিয়েছে শিক্ষক সমিতি। ৩১ মে শিক্ষক সমিতির সাধারণ সভায় ১৫৬ জন শিক্ষকের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছের পক্ষে থাকার কারণে সাত-আটটি শর্ত জুড়ে দিয়ে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। ২০২০-২১ শিক্ষাবর্ষে যে জটিলতা হয়েছে সেটি এবার হবে না। কেন্দ্রীয়ভাবে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে এবং শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দৌড়াদৌড়ি করা লাগবে না বলে আমাদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে। এসব শর্ত উপেক্ষিত হলে আগামী ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে আমরা গুচ্ছে যাবো না।’