বাঁধন পবিপ্রবি ইউনিটের নেতৃত্বে মুশফিক-তামিম


Sofiqul Islam | Published: 2024-02-06 15:56:57 BdST | Updated: 2024-07-27 10:31:22 BdST

‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ এই স্লোগানকে ধারণ করে পথচলা স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইউনিটের নতুন কার্যকর কমিটি-২০২৪ গঠিত হয়েছে।

কমিটিতে সভাপতি পদে মাৎস্যবিজ্ঞান অনুষদের মো. মুশফিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের তৈমুর রহমান তামিম নির্বাচিত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন কক্ষে কার্যকর কমিটি-২০২৩ এর সভাপতি মো. আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাঁধন পবিপ্রবি ইউনিট কার্যকরী কমিটি-২০২৪ ঘোষণা করা হয়।

কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন- জোনাল প্রতিনিধি মো. মেহেদী হাসান ইমন,সহ-সভাপতি মো. আল-আমিন ও সিম্মিন তৃষা, সহ-সাধারণ সম্পাদক শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক ইরতেজা হাসান লগ্ন, সহ-সাংগঠনিক সম্পাদক আরফান আহমেদ, কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল সাজিদ, দপ্তর সম্পাদক মো. মাজহারুল ইসলাম অনিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মারুফ হাসান, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মোহাইমিন আজিম তাসিন, নির্বাহী সদস্য ফারাহ্ রকিব তৃণ, রওনক জাহান আনিকা, দেবাশিষ দাস, জাওয়াদুল ইসলাম জামিন, জিন্নুরাইন আকতার মীম।