ইবিতে চুয়াডাঙ্গা ছাত্র কল্যাণের সভাপতি আবির, সম্পাদক জারিফ


Shakib Aslam | Published: 2024-02-10 11:01:32 BdST | Updated: 2024-07-27 10:04:43 BdST

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ চুয়াডাঙ্গা ২০২৩-২৪ আর্থিক বছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে নাজমুল হোসেন আবির (ম্যানেজমেন্ট ১৮-১৯) সভাপতি হিসেবে এবং মারুফ হোসেন জারিফ (বাংলা ১৮ ১৯) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) একটি বিজ্ঞাপ্তির মাধ্যমে আগামী একবছরের এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ সভাপতি সাব্বির আহমেদ (আইন ১৮-১৯), শাহরিয়ার নাফিস রনি (ম্যানেজমেন্ট ১৮-১৯), আবু সিদ্দিক শিপন (পরিসংখ্যান ১৮-১৯), শাহেদ আহমেদ মারুফ (সমাজ কল্যাণ ১৮-১৯), আফসানা আফরোজ (আইন ১৮-১৯) এবং ফারজানা নাসরিন ঐশী (আল-ফিক এন্ড লিগ্যাল স্টাডিস ১৮-১৯)।

এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিফাত পারভেজ, মোদাচ্ছের হোসাইন, ওমর ফারুক হৃদয়, ইমরান উল বারাত , তানভীর জুবায়ের তানি, মারিয়া মিম, রাশেদ, নয়ন, ইফাত আরা বৃষ্টি এবং নুসরাত জাহান।

সাংগঠনিক সম্পাদক সুইট, সৈয়দা সায়মা রহমান, সাদিয়া শারমিন বর্ণিতা, মুসকু খাতুন, রাকিব এবং পিয়াস। অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন শায়লা শারমিম শানু এবং সহ অর্থ বিষয়ক সম্পাদক আলিফ। দপ্তর সম্পাদক জান্নাতুল বর্ষা এবং উপদপ্তর সম্পাদক রমিজ উদ্দিন। কোষাধ্যক্ষ মোহাম্মদ শুভ, প্রচার সম্পাদক মুরসালিন, উপপ্রচার সম্পাদক লিমন। আইন বিষয়ক সম্পাদক পারভেজ। ছাত্র বিষয়ক সম্পাদক ইব্রাহিম, ছাত্রী বিষয়ক সম্পাদক ইরা খাতুন। আপ্যায়ন বিষয়ক সম্পাদক লাবনী খাতুন, শিক্ষা বিষয়ক সম্পাদক এহসান, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক আবু দারদা। তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুবায়ের, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হৃদয়, ক্রীড়া বিষয়ক সম্পাদক বিল্লাল।

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইয়াসির রাব্বি রকি, সুমন, আসিফ মাহমুদ, নদীয়া খাতুন বাপ্পি হোসেন, সুমাইয়া জামান তন্দ্রা, সালমান শাহ, আবুল হাসান এবং হাশিম।