নজরুল বিশ্ববিদ্যালয়ে টিচার্স লাউঞ্জ ‘মুখবন্ধ’ উদ্বোধন


Aslam Begg | Published: 2024-02-21 18:43:43 BdST | Updated: 2024-07-27 10:34:12 BdST

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য টিচার্স লাউঞ্জ ‘মুখবন্ধ’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) ফেব্রুয়ারি বিকেলে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের নীচতলায় এই লাউঞ্জের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। প্রথমবারের মতো এমন লাউঞ্জ চালুর মধ্যদিয়ে শিক্ষকদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো।

লাউঞ্জের উদ্বোধন করে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, শিক্ষকদের মধ্যে বহু মত, বহু পথ থাকবে। এটিই স্বাভাকি। তাই শিক্ষকদের মধ্যে আলোচনা-সমালোচনা করার জন্য একটি স্বাস্থ্যকর জায়গা দরকার। সেই উপলব্ধি থেকেই আমরা একটি লাউঞ্জ তৈরি করেছি। এই লাউঞ্জের বহুল ব্যবহারে শিক্ষরা নিশ্চয়ই উপকৃত হবেন।

নামকরণ ‘মুখবন্ধ’ প্রসঙ্গে তিনি বলেন, এই লাউঞ্জের নাম আমরা নজরুলের একটি প্রবন্ধের নাম থেকে নিয়েছি। যেহেতু বিশ্ববিদ্যালয়ের যেকোনো নামকরণে নজরুলের প্রাধান্য থাকে তাই ওখান থেকেই নামটি নিয়েছি। একটি বইয়ের যেমন মুখবন্ধ থাকে; যেখানে পুরো বইটার মধ্যে কী আছে সেটি বোঝা যায়, তেমনি শিক্ষক সম্প্রদায়ের মধ্যে কী আছে সেটি এই মুখবন্ধ থেকে চিত্র পাওয়া যাবে।

প্রশাসনের লক্ষ্য প্রসঙ্গে বলতে গিয়ে উপাচার্য আরও বলেন, আমরা শিক্ষকদের জন্য যেমন লাউঞ্জ করেছি। ঠিক তেমনি করে ভবিষ্যতে কর্মকর্তা, কর্মচারীদের জন্য লাউঞ্জ গড়ে তোলা হবে। আমার আসলে লক্ষ্য আছে। আমরা জায়গা খুঁজছি। আমাদের লড়াইটা হচ্ছে বিশ্ববিদ্যালয়কে একটি সত্যিকার অর্থেই বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে পারা।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান ও উপ-প্রধান প্রকৌশলী মো. মাহবুবুল ইসলাম। এসময় বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ বিভিন্ন বিভাগ ও দপ্তর প্রধানবৃন্দ, শিক্ষকবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।