বাকৃবি টিম উৎসবের সভাপতি ড. রমিজ উদ্দিন ও সম্পাদক নুবাহ


Md Likhon Islam | Published: 2024-05-26 23:54:38 BdST | Updated: 2024-07-27 05:34:05 BdST

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাংস্কৃতিক সংগঠন টিম উৎসবের নবীন বরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ মে) বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের গ্যালারীতে ওই অনুষ্ঠানের আয়োজন করে টিম উৎসব। অনুষ্ঠানে টিম উৎসবের ১৭ সদস্যের নতুন কমিটি (২০২৪-২৫) ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. রমিজ উদ্দিন। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারী ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি'র চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুবাহ নাশিতা ফারিহাত।

নবাগঠিত কমিটির শিক্ষক উপদেষ্টা হিসেবে আছেন, ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ফাতেমা হক শিখা, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. পারভেজ আনোয়ার, কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান জাহাঙ্গীর, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. কে. এইচ. এম. নাজমুল হুসাইন নাজির ও অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক সহ মোট ২৫ জন।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদী হাসান জয় ও নিলাদ্রী শেখর দাস নোবেল, কোষাধ্যক্ষ সুমাইতা আহমেদ ইশা, সাংগঠনিক সম্পাদক রাফসুন জনি ও অর্নব সাহা , দপ্তর সম্পাদক কাজী হাফিজ উদ্দীন ও সাকিব হাসান , প্রচার ও প্রকাশনা সম্পাদক নাদিয়া ইসলাম রিহাম ও সন্দীপ সেন তপু, ইভেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক সম্পাদক নিশাত আনজুম নিশি ও তানজীন রেজা, ডিজিটাল কন্টেন্ট বিষয়ক সম্পাদক রেফাত আলী, ক্রিয়েটিভ কন্টেন্ট বিষয়ক সম্পাদক সুস্ময় হারাজী ও অর্পিতা দাস পুষ্প, যোগাযোগ বিষয়ক সম্পাদক তানভীর অভি ও আলভী আল মিহায়মিন। পাশাপাশি নতুন কমিটিতে আরও ২৫ জন নবীনকে নবারুণ হিসেবে রাখা হয়েছে।

উল্লেখ্য, বাঙালী বিভিন্ন উৎসব আয়োজনের মাধ্যমে বাংলা সংস্কৃতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে তুলে ধরার প্রয়াসে বাকৃবিতে টিম উৎসবের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে এক কাপ চা, উৎসবে বসন্ত, শ্রাবণের আমন্ত্রণে, নবরুপে নবান্ন এবং আরও এক কাপ চা অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।