সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা চবি শিক্ষার্থীদের


CU Correspondent | Published: 2024-07-06 10:12:50 BdST | Updated: 2024-12-14 03:15:12 BdST

 

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে চট্টগ্রাম শহরের দুই নাম্বার গেইট অবরোধ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। সেসময় সমাবেশ থেকে শিক্ষার্থীরা কোটা পুনর্বহাল প্রত্যাহারের দাবীতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

শুক্রবার (৫ জুলাই) বিকাল ৬টার দিকে নগরীর দুই নাম্বার এলাকায় এই ঘোষণা দেন তারা। এর আগে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনের পর শাটল ট্রেনে করে ষোল শহর স্টেশন হয়ে চট্টগ্রাম শহরের দুই নাম্বার গেট অবরোধ করেন তারা।

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে"বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর ব্যানারে এ সমাবেশে যুক্ত হন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের অবরোধে সড়কজুড়ে যানজট সৃষ্টি হয়।

মহাসড়ক অবরোধ করে তারা 'মেধাবীদের কান্না, আর না, আর না, 'কোটার বিরুদ্ধে - লড়াই হবে একসাথে' এসব স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, পনেরো বছর পড়াশোনা করেছি। পনেরো দিন ক্লাস না করলে কিচ্ছু হবে না। আমরা কোটা পুনর্বহাল প্রত্যাহার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করছি। কেউ ক্লাসে গেলে তাকে জাতির গাদ্দার হিসেবে সর্বাত্মক বয়কট করা হবে।

নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফি বলেন, এই লড়াই আমাদের অধিকার আদায়ের সংগ্রাম। দাবী আদায় না হলে আমি পেট্রোল দিয়ে নিজেকে জ্বালিয়ে দিবো। তিলে তিলে মরার চেয়ে একবারে মরা ভালো।