চবিতে যাচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় প্রতিনিধি দল


চবি টাইমস | Published: 2017-11-12 16:22:57 BdST | Updated: 2024-05-19 07:08:53 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশী নেতাকর্মীদের ‘জীবন বৃত্তান্ত’ সংগ্রহে রোববার চট্টগ্রামে যাচ্ছেন কেন্দ্রের প্রতিনিধি দল। ইতোমধ্যে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পাঁচ সদস্যের এই প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে রয়েছেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি কাজী এনায়েত, সহ-সভাপতি মশিউর রহমান শরীফ, সাংগঠনিক সম্পাদক দারুস সালাম শাকিল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম ও উপ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ হোসাইন।

প্রতিনিধি দলটি রোববার ও সোমবার নগরীতে ও ক্যাম্পাসে অবস্থান করে যেকোনো পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করবেন বলে জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্য ও কেন্দ্রীয় সহ-সভাপতি মশিউর রহমান শরীফ।

তিনি বলেন, শনিবার রাতের ট্রেনে দুইদিনের সফরে আমরা চট্টগ্রামে রওনা দিয়েছি। রোববার ও সোমবার দুইদিন জীবন বৃত্তান্ত নেব আমরা। এর মধ্যে যেকোনো একদিন ক্যাম্পাসে আসার কথা জানান তিনি।

তিনি আরও বলেন, ছাত্রত্ব রয়েছে এমন ত্যাগী ও যোগ্যদের জীবন বৃত্তান্ত চূড়ান্তভাবে মূল্যায়ন করা হবে। নতুন কমিটি ছাত্রলীগের গঠনতন্ত্র অনুসারেই হবে।

এদিকে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চট্টগ্রামের স্থানীয় দুই আওয়ামী নেতার সঙ্গে সাক্ষাতের বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নয়। আমাদের মূল কাজ সিভি নেয়া।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২০ জুলাই আলমগীর টিপুকে সভাপতি ও এইচ এম ফজলে রাব্বী সুজনকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে ২৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। কিন্তু চলতি বছরের ৪ মে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে ইউনিটের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

এসআর/ ১২ নভেম্বর ২০১৭