উপাচার্যের বাসভবন ঘেরাও

রাবির ছাত্রী অপহরণকারীর বাবা আটক, মামলা দায়ের


তাসলিমুল আলম তৌহিদ | Published: 2017-11-18 05:18:22 BdST | Updated: 2024-09-08 07:11:12 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয় আবাসিক হলের সামনে থেকে ছাত্রীকে অপহরণের ঘটনায় অপহরণকারী ছেলের (সাবেক স্বামী) বাবাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ নভেম্বর) রাতে অপহরণকারীর বাবাকে আটক ও অপহরণকারীর অবস্থান পুলিশ জানতে পেরেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর লুৎফর রহমান। এদিকে সন্ধ্যায় মেয়ের বাবা মতিহার থানায় একটি মামলা করেছে।

অপহরণের শিকার বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী উম্মে শাহী আম্মানা শোভা। শোভা নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি এলাকার আমজাদ হোসেনের মেয়ে। তার স্বামী আইনজীবী সোহেল রানা নওগাঁ জেলার পত্নীতলা থানা নজীপুর গ্রামের আইনজীবী নজরুল ইসলামের ছেলে। গত বছরের ডিসেম্বরে তাদের বিয়ে হলেও দুই মাস আগে ডিভোর্স হয়ে যায়।

বিশ্ববিদ্যালয় প্রক্টর বলেন, ‘অপহরণকারীর বাবা আইনজীবী নজরুল ইসলামকে নাঁওগার নজীপুর এলাকার স্থানীয় পুলিশ আটক করেছে। এছাড়া অপহরণকারী সেহেল রানার বর্তমান অবস্থান আমরা পুলিশের মাধ্যমে জানতে পেরেছি, সে ঢাকাতে অবস্থান করছে। পুলিশ তাকে ঢাকা থেকেই আটক করতে পারবে বলে আমরা আশা করছি।’

প্রক্টর আরো বলেন, ‘ছাত্রী যেহেতু পরীক্ষা দিতে পারিনি, তার মানবিক দিক বিবেচনা করে তকে পরবর্তীতে একাকীভাবে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে মেয়ের বাবা অপহরণকারী সোহেল রানসহ চার জনের নামে মামলা করেছে বলে জানিয়েছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

এর আগে আবাসিক হলের ছাত্রীরা তাকে উদ্ধারের দাবী জানিয়ে টানা দুই ঘন্টা ভিসির বাস ভবন ঘেরাও করে রাখে। পরে প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

এ সময় শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে ‘শোভা কোথায় জানা নাই, প্রশাসন জবাব চাই’, ‘আট ঘণ্টা চলে গেল, শোভা কোথায় ফিরিয়ে দাও’ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ ছাড়া তারা ‘ক্যাম্পাসে নিরাপত্তা নাই’, ‘প্রশাসন চুপ কেন?’ এসব প্ল্যাকার্ডও ধারণ করেন।

অবস্থানরত শিক্ষার্থীদের অভিযোগ, ‘আমরা সবাই প্রাপ্তবয়স্ক। আমাদের ইচ্ছার বাহিরে বাবাও জোর করে ক্যাম্পাস থেকে তুলে নিতে পারেন না। অথচ তার সাবেক স্বামী কীভাবে ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যায়। অপহরণের আট ঘণ্টা পেরিয়ে গেছে কিন্তু এখনও প্রশাসন তার সন্ধান জানাতে পারেনি।’

প্রসঙ্গত, উম্মে শাহী আম্মানা শোভা তাপসী রাবেয়া আবাসিক হল থেকে সকাল সাড়ে ৮টার দিকে বের হয়েছিলেন রাংলা বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের পরীক্ষা দেওয়ার জন্য। হলের গেট থেকে ৫০ গজ এগোতেই তাকে জোর করে তার ‘স্বামী’ একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী।

টিআই/ ১৭ নভেম্বর ২০১৭