ভালবাসা দিবসে প্রেমের সুষম বণ্টন চেয়ে বিক্ষোভ


টাইমস প্রতিবেদক | Published: 2018-02-15 00:32:45 BdST | Updated: 2024-05-13 09:16:53 BdST

আমরা ভালবাসা দিবসে প্রেমের সুষম বণ্টন চাই। কেউ কেউ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে আমরা তা মানতে পারছি না। আর ভালোবাসা কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না, তা হবে না।

এসব স্লোগান নিয়ে বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রেমবঞ্চিত সংঘের ব্যানারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়টির টুকিটাকি চত্বর থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এই অভিনব প্রতিবাদী সমাবেশে অংশগ্রহণ করা রাসেল নামের এক শিক্ষার্থী বলেন, আমরা প্রেমবঞ্চিত চত্বর নামে একটি চত্বর উদ্বোধন করেছি। এখানে শুধু প্রেম বঞ্চিতরাই বসতে পারবে। যাদের প্রেম আছে তারা বসতে পারবে না।

অন্যদিকে যারা প্রেম পেয়ে যাবেন তাদের জন্য সংবর্ধনার ব্যবস্থা থাকবে বলেও জানান কয়েকজন অংশগ্রহণকারী।

এরইমধ্যে সংঘের ৬৯ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন ও সাধারণ সম্পাদক হয়েছেন মানিক।

সংগঠনটির সহ-সভাপতি রাফি আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্যাম্পাসে পাঁচ বছর পড়াশুনা করলাম কিন্তু প্রেম হলো না।

এই বেদনা নিয়ে ক্যাম্পাস ছাড়তে হচ্ছে। কিন্তু ছোট ভাইয়েরা যাতে আমার মতো সিঙ্গেল না থাকে- তাদের প্রতি সমবেদনা জানাতেই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছি। দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন এই মিছিলে। তবে মিশু নামের এক শিক্ষার্থী বলেন, মূলত আনন্দের জন্যই আমাদের এই আয়োজন ছিল। মজা করার জন্য মিছিলে এসেছিলাম।

এসএম/ ১৪ ফেব্রুয়ারি ২০১৮