ক্লাস বর্জন করে কোটা সংস্কারের দাবিতে উত্তাল ইবি


আহসান নাঈম | Published: 2018-04-09 20:05:59 BdST | Updated: 2024-05-18 21:17:05 BdST

ক্লাস পরীক্ষা বর্জন করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের হামলার প্রতিবাদ উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শিক্ষা দিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ, কোটাপ্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক, স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পুরো ক্যাম্পাস।

সোমবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। এাদিকে সকাল থেকে প্রধান ফটকের বাইরে সতর্ক অবস্থান নেয় শতাধিক পুলিশ।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, কোটা সংস্কারের পাঁচ দফা দাবিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত ইবিতেও ক্লাস বর্জন করে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সকাল দশটায় আন্দোলনকারীরা মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান সড়কে উঠতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি বাধা দেয়। এসময় তারা মিছিল নিয়ে আবারো ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করতে থাকে। এ আন্দোলনে স্বত:স্ফুর্তভাবে এক হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করতে গেলে পুলিশ ও ছাত্রলীগ বাধা দেয়। পরে তারা প্রধান ফটকে অবস্থিত ‘বঙ্গবন্ধুর’ মুর‌্যালের পাদদেশে অবস্থান নেয়।

এদিকে সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা বঙ্গবন্ধু মুর‌্যালের পিছনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে বাধা দিতে থাকে। এসময় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয় নামধারী ছাত্রলীগ নেতা তৌকির মাহফুজ মাসুদ। পরে বেলা ১টায় সহকারী প্রক্টর প্রফেসর ড. সাজ্জাদুর রহমান টিটু বাধায় আন্দোলন শেষ করে শিক্ষার্থীরা। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

আন্দোলনকারী শিক্ষার্থী শেখ কামরুজ্জামান বলেন,‘কোটা বাতিল নয়, কোটা প্রথার যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত এবং হামলার শিকার হওয়া শিক্ষার্থীদের বিচার না হওযা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

সরোজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন করায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। তবে পূর্ব ঘোষিত কোর্স ফাইনাল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে।

আরএম/ ০৯ এপ্রিল ২০১৮