কোটা সংস্কার আন্দোলনে উত্তাল যবিপ্রবি


মোসাব্বির হোসাইন | Published: 2018-04-10 04:17:51 BdST | Updated: 2024-05-18 19:55:08 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়েক কোটা সংস্কারের দাবীতে টিএসসিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি বর্বর হামলার নিন্দা এবং কোটা প্রথা সংস্কারের দাবীতে আন্দোলন মিছিল করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (০৯ এপ্রিল) সকাল ১১টায় সকল সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে বঙ্গবন্ধু একাডেমিক ভবনের সামনে থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে মেইন রাস্তা বন্ধ করে অবস্থান নেয়। অবস্থান করমসুচী শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট দিয়ে ভিসি চত্তর হয়ে বঙ্গবন্ধু একাডেমিক ভবনের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।

পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের মাস্টার্স এর শিক্ষার্থী গোলাম রব্বানী জানান, সারাদেশে কোটা সংস্কারের শান্তিপূর্ণ আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করে আমরা আন্দোলন চালিয়ে যাব।

বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটাসহ বিভিন্ন ধরনের কোটা চালু আছে। শিক্ষার্থীরা বলছেন, সে সমস্ত কোটাকে কমিয়ে আনার দাবিতে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় তারা শাহবাগের সহিত একত্বতা প্রকাশ করছি।

এমএস/ ০৯ এপ্রিল ২০১৮