যবিপ্রবিতে একযোগে ২২ বিভাগের পরীক্ষা শুরু


যবিপ্রবি টাইমস | Published: 2018-04-23 23:48:10 BdST | Updated: 2024-05-18 19:55:21 BdST

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রথমবারের মতো একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ২২টি বিভাগে একযোগে পরীক্ষা শুরু হয়েছে।

সেশনজট কমানোর উদ্যোগ হিসেবে ২০১৮ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাসে একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করা হচ্ছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে প্রথম শিফটে এবং বিকেলে দ্বিতীয় শিফটে বিশ্ববিদ্যালয়ের তিনটি ভবনে একযোগে পরীক্ষা আরম্ভ হয়।

পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের প্রথম ও দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত।

উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন হওয়ার পরে সঠিক সময়ে ফলাফল প্রকাশ ও পরীক্ষা না হওয়ার যে অভিযোগ ছিল, সেটা আর থাকবে না। একজন শিক্ষার্থী চার বছরের শিক্ষাজীবন চার বছরে শেষ করতে পারবে।

এসজে/ ২৩ এপ্রিল ২০১৮