ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছয় দিনের ছুটি শুরু


টাইমস ডেস্ক | Published: 2018-04-29 21:18:34 BdST | Updated: 2024-05-18 19:33:12 BdST

বুদ্ধ পূর্ণিমা, মে দিবস ও পবিত্র শব-ই-বরাত উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছয়দিনের ছুটি শুরু হয়েছে রোববার (২৯ এপ্রিল)। চলবে আগামী ৫ মে (শুক্রবার) পর্যন্ত। ছুটি চলাকালীন বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আব্দুল লতিফ জানান, আগামী ৩০ এপ্রিল (সোমাবার) উপাচার্য মহাদয় তার নিজস্ব ক্ষমতাবলে সিন্ডিকেটের রিপোর্ট সাপেক্ষে একদিন সাধারণ ছুটি ঘোষণা করেছেন। এছাড়া চাঁদ দেখার কারণে বুদ্ধ পূর্ণিমার ছুটি আগামী ৩০ এপ্রিলের পরিবর্তে ২৯ এপ্রিল রোববার করা হয়েছে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, মে দিবস উপলক্ষে ১ মে, পবিত্র শব-ই-বরাত উপলক্ষে ২ মে এবং আগামী বৃহস্পতিবার ও শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় ৩ ও ৪ মে ক্যাম্পাস বন্ধ থাকবে। এরপর ছুটি শেষে আগামী ৫ মে (শনিবার) বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আবার যথা অনুযায়ী শুরু হবে।

আরকে/ ২৯ এপ্রিল ২০১৮