ছাত্রলীগের আন্দোলনের মুখে ইবির শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত


টাইমস প্রতিবেদক | Published: 2018-05-08 17:02:11 BdST | Updated: 2024-05-18 22:12:20 BdST

সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের আন্দোলনের মুখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত করেছে কর্তৃপক্ষ।

ইসলামি বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, রোববার চাকরির দাবিতে দুই দফায় প্রধান ফটক অবরোধ করে ছাত্রলীগের চাকরি প্রত্যাশী সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। পরে প্রক্টরিয়াল বডি এবং ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম আন্দোলনকারীদের উপাচার্যের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

সোমবার (০৭ মে) সকাল সাড়ে নয়টা থেকে আবারো চাকরির দাবিতে আন্দোলন শুরু করেন চাকরি প্রত্যাশীরা।

এসময় ছাত্রলীগের সাবেক নেতাকর্মী আনিছুজ্জামান লিটন, কাশেম, মিজানুর রহমান টিটু, শিমুল, খায়ের, মাহবুব এবং শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি শাহিনুর রহমান শাহিনের কর্মী সজল, রিজভী, মোস্তফাসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিতের প্রজ্ঞাপন

 

এক পর্যায়ে রেজিস্ট্রার কার্যালয় থেকে শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিতের প্রজ্ঞাপন জারি হয়।

ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ৭ মে ২০১৮ তারিখের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক পদের, ১১ মে আই সি টি সেলের কম্পিউটার প্রোগ্রামার/ডাটাবেজ প্রোগ্রামার, সহকারী কম্পিউটার প্রোগ্রামার/সহকারী ডাটাবেজ প্রোগ্রামার ও সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার/সহকারী হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার পদের, ১২ই মে ফার্মেসি বিভাগের প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের, ১৩ই মে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের এবং ১৪ই মে এনভাইরনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের নিয়োগ নির্বাচনী বোর্ডের সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। নিয়োগ নির্বাচনী বোর্ডের পরিবর্তিত তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন,‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে চাকরি প্রত্যাশীদের চাকরি প্রদানের কোন প্রতিশ্রুতি প্রদান করা হয়নি।’

শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন,‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোন প্রকার চাপ দেওয়া হয়নি বরং চাকরি প্রত্যাশীদের বিষয়টি বিবেচনা করে দেখতে বলা হয়েছে।’

এইচজে/ ০৮ মে ২০১৮