রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪২৩ কোটি টাকার বাজেট প্রস্তাব


টাইমস প্রতিবেদক | Published: 2018-06-29 18:58:30 BdST | Updated: 2024-05-14 10:33:57 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে ৪২৩ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ৪৮১তম সিন্ডিকেট সভায় এ বাজেট প্রস্তাব করা হয়।

বৃহস্পতিবার (২৮ জুন) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক এম এ বারী এনটিভি অনলাইনকে নিশ্চিত করেন। ওই সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান।

রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী জানান, ২০১৮-১৯ অর্থবছরে ৪২৩ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে সিন্ডিকেট সভায়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এ বিষয় পর্যালোচনা করে চূড়ান্ত বাজেট অনুমোদন দেবে।

২০১৭-১৮ অর্থবছরের তুলনায় বাজেট প্রস্তাবের পরিমাণ কমেছে ৬৭ কোটি। ওই অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে ৪৯০ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছিল।

কেএস/ ২৯ জুন ২০১৮