রাবিতে ডিন ক্যাটাগরিতে নির্বাচন ১৬ জুলাই


টাইমস প্রতিবেদক | Published: 2018-07-02 04:38:42 BdST | Updated: 2024-05-14 12:59:38 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডিন ক্যাটাগরিতে শূন্য পদে সিন্ডিকেট সদস্য নির্বাচন আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারী।

রেজিস্ট্রার দপ্তরের উপ-রেজিস্ট্রার মখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রে জানা যায়, রোববার (০১ জুলাই) ছিল প্রার্থী চূড়ান্তকরণ।

নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ প্যানেল) এর প্রার্থী হচ্ছেন ব্যবসায় শিক্ষা অনুষদের নব নির্বাচিত ডিন ও হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. এম হুমায়ুন কবির।

এদিকে বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা প্যানেল) থেকে প্রকৌশল অনুষদের নব নির্বাচিত ডিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. একরামুল হামিদ প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান দলের আহ্বায়ক ড. এনামুল কবীর।

এর আগে গত ২৩ এপ্রিল সিন্ডিকেট, সিনেটসহ ৭০টি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। অভ্যন্তরিণ কোন্দলে গুরুত্বপূর্ণ পদগুলো হারায় আওয়ামী পন্থী প্যানেল। তবে এই নির্বাচনে নিজেদের প্রার্থী জয়ী হবেন বলে দাবি করেন হলুদ প্যানেলের আহ্বায়ক ড. জুলফিকার আলী।

অধ্যাপক ড. জুলফিকার আলী বলেন, আগের নির্বাচন এবং এই নির্বাচনে অনেক পার্থক্য আছে। আমরা আশাবাদী এই নির্বাচনে আমাদের প্রার্থী জয়ী হবেন।

টিআর/ ০১ জুলাই ২০১৮