পরীক্ষায় ৩০ নম্বর পেয়েও রাবিতে ভর্তি সুযোগ


RU Correspondent | Published: 2021-12-08 06:06:26 BdST | Updated: 2024-05-18 14:20:24 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষায় ফেল করেও ভর্তির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০ নির্ধারণ করা হলেও পোষ্য কোটায় ৩০ নম্বর পাওয়া শিক্ষার্থীদের ভর্তির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্যের দফতরে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কৃষি অনুষদের ডিন অধ্যাপক আব্দুল আলীম বলেন, ‘প্রতি বছর পোষ্য ও মুক্তিযোদ্ধা কোটার জন্য কিছু আসন বরাদ্দ থাকে। তবে এবার পোষ্য কোটায় বেশ কিছু আসন ফাঁকা রয়েছে। আসন খালি থাকা সাপেক্ষে অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে যারা ৩০ নম্বর পেয়েছেন তাদের ভর্তি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

এই শিক্ষক আরও বলেন, ‘প্রতি বছরই আসন ফাঁকা থাকা সাপেক্ষে পোষ্য কোটার জন্য কিছুটা ছাড় দেওয়া হয়।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ভর্তি পরীক্ষায় মোট আসনের পাঁচ শতাংশ বরাদ্দ থাকে, যা ‘পোষ্য কোটা’ হিসেবে পরিচিত। গত বছর ৪৬ শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেও পোষ্য কোটায় ভর্তির সুযোগ পেয়েছিলেন। চলতি পরীক্ষায় অকৃতকার্য হয়েও পোষ্য কোটায় ভর্তির জন্য ৭৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাদের মধ্যে কমপক্ষে ৪০ জন রয়েছেন, যারা পরীক্ষায় ৩০ নম্বর পেয়েছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ৪ থেকে ৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার তিনটি ইউনিটে এক লাখ ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষার জন্য মনোনীত হন। এতে পাস মার্ক ৪০ নির্ধারণ করা হয়।