রাবি ছাত্রলীগের এক কমিটিতেই ৫ বছর


Desk report | Published: 2021-12-15 23:59:05 BdST | Updated: 2024-05-18 11:56:18 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের এক বছর মেয়াদি কমিটি দিয়ে চলছে পাঁচ বছর। চার বছর আগে মেয়াদ শেষ হলেও নতুন কমিটির বিষয়ে নেতৃবৃন্দের তেমন তৎপরতা না থাকায় ইতোমধ্যে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন অনেক নেতাকর্মী। অন্যদিকে যারা সক্রিয় আছেন তাদের ছাত্রত্ব নিয়েও রয়েছে প্রশ্ন। কমিটি করার বিষয়ে শাখা ছাত্রলীগের প্রস্তুতি থাকলেও এ বিষয়ে কেন্দ্রের কোন নির্দেশনা নেই বলে জানান তারা।

এদিকে, শাখা চার বছর ধরে নতুন কমিটি না হওয়ায় যেমন নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না, তেমনি ভেঙে পড়ছে সাংগঠনিক কাঠামো। সংগঠনটিতে বাড়ছে গ্রুপিং, তৈরি হচ্ছে অভ্যন্তরীণ কোন্দল ও হতাশা নিয়ে রাজনীতি করার আগ্রহ হারাচ্ছেন অনেক উদীয়মান নেতাকর্মী।

তবে দীর্ঘ ছুটি শেষে আবার ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম চলমান হওয়ায় নতুন সম্মেলনের আশায় চাঙ্গা হচ্ছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতাকর্মীরা। হল সম্মেলনকে ঘিরে পদপ্রত্যাশী নেতাকর্মীরা ইতিমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছেন। ক্যাম্পাসে নিয়মিত করছেন মিছিল-মিটিং।

এমতাবস্থায় দ্রুত মেয়াদোত্তীর্ণ এই কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে গতি ফেরানোর পাশাপাশি নতুন নেতৃত্ববৃন্দের হাতে দায়িত্ব হস্তান্তরের দাবি তুলেছেন সংগঠনের অনেক নেতা।

দ্রুত সম্মেলনের দাবি জানিয়ে রাবি শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশী বর্তমান কমিটির সহ-সভাপতি হাবিবুল্লাহ নিক্সন বলেন, কমিটি না হওয়ার ফলে প্রায় ২৭০ জন নেতাকর্মীর মধ্যে ২২০ জনই বিয়ে সেরে ফেলেছেন। অনেকে চাকরি বা ছাত্রত্ব না থাকায় নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। ফলে সংগঠন একপ্রকার ঝিমিয়ে পড়েছে। তাই সংগঠনকে গতিশীলের উদ্দেশ্যে দ্রুত সম্মেলনের দেয়ার মাধ্যমে নতুন কমিটি দেওয়া দাবি জানাচ্ছি।

বর্তমান নেতৃবৃন্দের কমিটি না দেয়ার মানসিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্রে উল্লেখ আছে জেলা শাখা এবং বিশ্ববিদ্যালয় শাখা কমিটির মেয়াদ এক বছর। ২০১৬ সালে আমাদের কমিটি হয়েছে। সে হিসেব অনুযায়ী ২০১৭ সালে কমিটির মেয়াদ শেষ।

তিনি বলেন, ২০১৯ সালে কমিটি দেওয়ার সম্ভাবনা থাকলেও বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এবং সাধারণ সম্পাদকের কমিটি না দেওয়ার মনমানসিকতা এবং হল কমিটির অজুহাতে কমিটি দেওয়া হয়নি। পরে কোভিডের জন্য দেওয়া হলো না।

বর্তমান কমিটির নেতৃবৃন্দ কমিটির নামে মূলা ঝুলিয়েছেন মন্তব্য করে পদপ্রত্যাশী শাখা ছাত্রলীগের উপ-ধর্মবিষয়ক সম্পাদক তাওহীদ দুর্জয় বলেন, বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছরের জন্য সবাই আসে। অথচ এক কমিটিতেই পাঁচ বছর পার হয়ে গেছে। ফলে অনেকেই রাজনৈতিক পরিচয় না পেয়ে রাজনীতি ছেড়ে অন্যদিকে ঝুঁকছে।