ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় রাবি প্রশাসনের মামলা


RU Correspondent | Published: 2022-02-03 09:53:49 BdST | Updated: 2024-05-18 10:52:08 BdST

ক্যাম্পাসের ভেতরে ট্রাকচাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী হিমেল নিহত ও দুইজন আহতের ঘটনায় চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা করেছে রাবি প্রশাসন।

বুধবার (২ ফেব্রয়ারি) দুপুরে মতিহার থানায় রাবির সহকারী প্রক্টর আরিফুর রহমান বাদি হয়ে এ মামলা করেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (ওসি) আনোয়ার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে রাবির ট্রাকচাপায় নিহতের ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়েছে। তাদেরসহ অজ্ঞাতপরিচয়ে আরও দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলার ব্যাপারে সহকারী প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বাদি হয়ে বুধবার মতিহার থানায় মামলা করেছি। নিহত হিমেলের পরিবার ও মতিহার থানা পুলিশ মিলে আরও দুটি মামলা করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহীদ হবিবুর রহমান হলের সামনে দুর্ঘটনায় গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল নিহত হন। তিনি শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র। এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশনের (রুডা) সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দফতর সম্পাদক ছিলেন।