বালু দিয়ে হিমেলের ভাস্কর্য


RU Correspondent | Published: 2022-02-08 07:24:53 BdST | Updated: 2024-05-18 09:59:20 BdST

বালু দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিহত মাহমুদ হাবীব হিমেলের ভাস্কর্য তৈরি করেছেন চারুকলার শিক্ষার্থীরা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ হবিবুর রহমান হলের পাশে নির্মাণাধীন ২০ তলা বিজ্ঞান ভবনের সামনে এই ভাস্কর্য আঁকা হয়। দুদিন আগে একই জায়গায় বালু দিয়ে ট্রাক চাপা দেওয়ার পর পড়ে থাকা হিমেলে দৃশ্য আঁকেন শিক্ষার্থীরা।

১ ফেব্রুয়ারি হল থেকে ক্যাম্পাসে আসার সময় নির্মাণাধীন ২০ তলা বিজ্ঞান ভবনের সামনে ট্রাকচাপায় মারা যান চারুকলার চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল। এ সময় তার সঙ্গে বাইকে থাকা রিমেল নামে এক শিক্ষার্থী আহত হন।

দুর্ঘটনার পর থেকে শিক্ষার্থীর বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। কর্মসূচির মধ্যে রয়েছে দুর্ঘটনাস্থলে ছবি অঙ্কন, প্রদীপ প্রজ্বলন, বালু দিয়ে দুর্ঘটনার পরবর্তী হিমেলের পোট্রেট অঙ্কন ইত্যাদি।

বালু দিয়ে ভাস্কর্য তৈরির বিষয়ে চারুকলার মাস্টার্সের শিক্ষার্থী ইমরান হোসাইন বলেন, আমাদের চারুকলার শিক্ষার্থী হিসেবে তাকে স্মরণ রাখতেই নিয়মিত কোনো না কোনো কর্মসূচি পালন করছি। এরই অংশ হিসেবে আজকে বালু দিয়ে তার পোট্রেট আঁকা হয়েছে। এর মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও এটি জানাতে চাই যে, তারা যে আশ্বাস দিয়েছেন কালক্ষেপণ না করে দ্রুত বাস্তবায়ন করেন।

কুষ্টিয়ায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে চারুকলায় শিক্ষক প্রদীপ সাহা বলেন, কিছুদিন আগে আমাদের ছোট ভাইরা বালু দিয়ে হিমেলের মারা যাওয়ার পরের প্রতিচ্ছবি আঁকেন। কিন্তু আমরা তো এই হিমেলকে দেখিনি। সে আমাদের মাঝে নাই এটাও আমরা বিশ্বাস করতে চাই না। তাই তার যে হাসিমাখা মুখ সেটির ভাস্কর্য তৈরির চেষ্টা করেছি। যাতে করে সবাই তার হাসি মাখা মুখটিও দেখতে পারেন।