দ্বিতীয় কোনো হিমেলকে হারাতে চাই না: রাবি উপাচার্য


RU Correspondent | Published: 2022-02-13 10:20:21 BdST | Updated: 2024-05-18 14:28:06 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেছেন, হিমেলের মতো যেন আর কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আমরা দ্বিতীয় কোনো হিমেলকে হারাতে চাই না।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বাদ আসর ক্যাম্পাসের অভ্যন্তরে ট্রাকচাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শহীদ শামসুজ্জোহা হল কর্তৃপক্ষের উদ্যোগে এ মিলাদের আয়োজন করা হয়।

উপাচার্য বলেন, প্রথমেই আল্লাহর কাছে হিমেলের আত্মার মাগফেরাত কামনা করছি। যে মা তার সন্তানকে হারিয়েছে সেই মায়ের সন্তানের অভাব তো আর পূরণ করতে পারবো না৷ তবে সেই মায়ের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে আমরা প্রশাসন তার পাশে আছি। হিমেলের মায়ের চলার পথটা সুগম করতে আর্থিক দিকটায় আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো। এরই মধ্যে আমরা তার নামে একটা ফিক্সড ডিপোজিট করে দিয়েছি। সম্ভব হলে আরও যা যা করা যায় তা করতে সচেষ্ট আছি।

পরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ফাহিম রহমানের সঞ্চালনায় হিমেলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. একরামুল ইসলামের সভাপতিত্বে মিলাদে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নুর, প্রক্টর আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, অন্যান্য হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা।

গত ১ ফেব্রুয়ারি রাতে ক্যাম্পাসের ভেতরে শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন নির্মাণাধীন বিজ্ঞান ভবনের সামনে ট্রাকচাপায় নিহত হন মাহমুদ হাবিব হিমেল। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র ছিলেন।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশনের (রুডা) সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দফতর সম্পাদকও ছিলেন হিমেল।