রাবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম


RU Correspondent | Published: 2023-04-13 22:52:31 BdST | Updated: 2024-07-01 14:02:01 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সাউদ। তিনি ছাত্র-উপদেষ্টা এম তারেক নূরের স্থলাভিষিক্ত হলেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ২টার দিকে সদ্য বিদায়ী ছাত্র উপদেষ্টা এম. তারেক নূরের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

ড. মো. জাহাঙ্গীর আলম সাউদ ১৯৯৭ সালে রাবিতে প্রভাষক হিসেবে যোগ দেন। ইতিপূর্বে তিনি রাবির মতিহার হলের প্রাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্যসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া বর্তমানে তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির নির্বাচিত সদস্য।

দায়িত্ব গ্রহণ শেষে নতুন এই ছাত্র উপদেষ্টা বলেন, আমাদের এই দফতরটা যেহেতু শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্কিত সেহেতু আমরা চেষ্টা করে যাবো শিক্ষার্থীদের সকল ধরনের সহযোগিতা করতে। তাদের প্রয়োজনগুলো পূরণ করতে। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।