রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রতিবন্ধী কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হবে।
বুধবার (২৬ জুলাই) সন্ধ্যায় শারীরিক প্রতিবন্ধী নির্বাচন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ড. মো. তরিবুর রহমান শেখ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রতিবন্ধী কোটায় ছাত্র-ছাত্রী ভর্তির সাক্ষাৎকার ৫ আগস্ট (শনিবার) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসকের কক্ষে অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য তালিকাভুক্ত প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের সব পরীক্ষার মূল সনদপত্র ও সমাজকল্যাণ অধিদপ্তর প্রদত্ত প্রতিবন্ধী সনদপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd) ও চিকিৎসা কেন্দ্রের নোটিশ বোর্ডে প্রতিবন্ধী শিক্ষার্থীদের তালিকা দেওয়া আছে।