ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবি স্মৃতিফলকের সামনে নিপীড়ন বিরোধী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এসময় সাইবার নিরাপত্তা আইন বাতিলেরও দাবি জানানো হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, খাদিজাকে প্রায় এক বছর ধরে কারাগারে বন্দী করে রাখা হয়েছে৷ ডিজিটাল নিরাপত্তা আইনের নামে এ ধরনের হয়রানি বন্ধ করতে হবে। খাদিজাসহ যারা এই আইনে কারাবন্দী রয়েছে, তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে৷
এছাড়া, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে নতুন যে আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে, সেটিও বাতিলের দাবি জানান বক্তারা। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।