৪ বছর পর আগামী নভেম্বর মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টি আচার্য মো. সাহাবুদ্দিন এই সমাবর্তনের সভাপতিত্ব করবেন।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সমাবর্তনে ২০১৭ ও ২০১৮ সালের স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এমফিল, এমডি ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীগণ অংশগ্রহণ করতে পারবেন। ৫ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত এই ওয়েবসাইটে (convocation.ru.ac.bd) গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে ৫ হাজার টাকা। তবে অংশগ্রহণকারীদের সমাবর্তন কস্টিউম ফেরত দিতে হবে না।
এর আগে ২০১৯ সালের ৩০ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ও একাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। সেবার সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৪৩২ জন গ্র্যাজুয়েট।