রাবি ছাত্রদলের সদস্যসচিব সানিনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা


RU Correspondent | Published: 2023-09-07 21:20:06 BdST | Updated: 2024-05-03 06:09:19 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের সদস্যসচিব শামসুদ্দিন চৌধুরী সানিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাংশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টায় সংবাদ সম্মেলনে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে রাবি শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক এস এম মাহমুদুল হাসান মিঠু অভিযোগ করে বলেন, রাবি ছাত্রদলের সদস্যসচিব শামসুদ্দিন চৌধুরী সানিনের প্রত্যক্ষ মদদে বহিরাগত সন্ত্রাসী এম এস রানাসহ আরও ১০-১২ জন মাদকাসক্ত ছিনতাইকারী আজ (বুধবার) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এনামুলের চায়ের দোকানে ৪-৫ মোটরসাইকেল নিয়ে দেশীয় অস্ত্র ও চাপাতি প্রদর্শন করে আমাকে ক্যাম্পাস থেকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন উপস্থিত আমার সহপাঠীরা আমাকে রক্ষা করেন। এসময় তার লোকেরা আমাকে প্রাণনাশের হুমকি দেন।

তিনি আরও বলেন, সানিনের আদর্শে রাজনীতি না করলে বিশ্ববিদ্যালয় ছাত্রদল করতে পারবো না বলে হুমকি দেন। পরে কেন্দ্রীয় ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত নেতাসহ কেন্দ্রীয় সহ-সভাপতি নাছির উদ্দিন নাছিরকে আমরা বিষয়টি জানাই। পাশাপাশি যেহেতু তারা বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে ক্যাম্পাসে এসেছিলেন তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও বিষয়টি জানিয়েছি।

সানিনকে অবাঞ্ছিত ঘোষণা করে মিঠু বলেন, দলের চলমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে সন্ত্রাসী, গডফাদার শামসুদ্দিন চৌধুরী সানিনকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা না নেওয়া হলে ইউনিটে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, আহসান হাবীব, সম্রাট আব্দুল লতিব ও এম এ তাহের রহমান, সদস্য শেখ নূর উদ্দিন আবীর, আবু সাঈদ প্রমুখ।

জানতে চাইলে শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুদ্দিন চৌধুরী সানিন বলেন, বিশ্ববিদ্যালয়ে যাদের ছাত্রত্ব নেই তারা কিভাবে একজন দায়িত্বশীল নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করে, এটা আমার বোধগম্য না।

অপহরণচেষ্টার বিষয়ে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে সব মিথ্যা, বানোয়াট। তাকে যে আমি হুমকি দিয়েছি এর প্রমাণ কী? এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, অবাঞ্চিত ঘোষণার বিষয়ে আমি কিছু জানি না। নেতাকর্মীরা যে সংবাদ সম্মেলন করবেন সেটাও আমি অবগত না। এটা সাংগঠনিক কোনো সিদ্ধান্ত নয়। এ বিষয়ে কেন্দ্র দেখভাল করবে।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সদস্য আবির হাসান হিমেল, আমীর হল ছাত্রদল নেতা ও রাবি জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসীব, আমীর আলী হল ছাত্রদল নেতা আর রাফি খান, শামসুজ্জোহা হল ছাত্রদল নেতা জাকির হোসেন প্রমুখ।