রাবি সাংবাদিকতার শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা


টাইমস প্রতিবেদক | Published: 2018-07-06 17:00:54 BdST | Updated: 2024-05-15 00:55:46 BdST

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। গত কয়েকদিনে রাজশাহী, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় বৃহস্পতিবার (০৫ জুলাই) বিকেলে এ ঘোষণা দেন অধ্যায়নরত বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

সূত্রে জানা যায়, প্রথম বর্ষ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সকল বর্ষের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

জানতে চাইলে বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত রহমান বলেন, কেন্দ্রীয়ভাবে কোটা সংস্কার আন্দোলনের ঘোষণা অনুযায়ী ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি রয়েছে। সেই ধারাবাহিকতায় আমাদের বিভাগের শিক্ষার্থীরা এই উদ্ভূত সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জয়শ্রী রানী সরকার বলেন, ‘হামলার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে বাধা ও বিশ্ববিদ্যালয়গুলোতে অপ্রীতিকর যে ঘটনাগুলো এর প্রতিবাদে আমাদের বর্ষের সকল শিক্ষার্থী ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে না আসা ও কাঙ্ক্ষিত প্রজ্ঞাপণ জারি না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন চলবে।

তবে বিভাগ থেকে এ বিষয়ে অফিসিয়ালি কোনো ঘোষণা নেই বলে জানিয়েছেন বিভাগের সভাপতি আ আল মামুন। তিনি বলেন, শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। এটা তাদের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা বিভাগ থেকে এমন কোনো ঘোষণা দেয়নি। তারা ক্লাসে অংশগ্রহণ করলে অবশ্যই তাদের ক্লাস-পরীক্ষা চলবে।

টিআর/ ০৬ জুলাই ২০১৮