টিফিনের টাকা বাঁচিয়ে গাছ রোপণ: ঈশ্বরদীর ২৫ শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা


ডেস্ক রিপোর্ট | Published: 2019-07-13 09:31:30 BdST | Updated: 2025-03-14 16:17:44 BdST

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সবুজায়ন আন্দোলন ''আলোর মিছিল'' বৃক্ষরোপণে অনবদ্য অবদানের জন্য পাবনার ঈশ্বরদী উপজেলার ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা জানিয়েছে। ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৬টি প্রাথমিক, ৬টি মাধ্যমিক ও ৩টি মাদ্রাসা রয়েছে।

বৃহস্পতিবার (১১জুলাই) দুপুরে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম। এসময় ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মৃণাল কান্তি রায় ও ''১ দিনের টিফিনের পয়সা বাঁচিয়ে গাছ রোপণ'' আন্দোলনের প্রতিষ্ঠাতা জুবায়ের আল মাহমুদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ে জুবায়ের ২০১৫ সালে রাজশাহীর বাঘা থেকে বৃক্ষরোপণের এই আন্দোলন শুরু করেন। এই সবুজায়ন আন্দোলনটিতে মূলত শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে গাছ রোপণ করানো হয়। শিক্ষার্থীরা নিজেদের একদিনের টিফিনের পয়সা বাঁচিয়ে বছরে একদিন নিজেদের বাড়িতে প্রত্যেকে একটি করে গাছ রোপণ করে এই আন্দোলনে অংশ নিয়েছে।
ঈশ্বরদীতে এই আন্দোলন শুরু হয় ২০১৭ সালে। গত দুই বছরে এখানকার শিক্ষার্থীরা প্রায় ৬৭ হাজার গাছ রোপণ করেছে।

অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশ কিভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে এ বিষয়ে আলোকপাত করেন।

আলোর মিছিল নামের এই সবুজায়ন আন্দোলনের স্বপ্নদ্রষ্টা জুবায়ের আল মাহমুদ জানান, 'এবার ঈশ্বরদীতে প্রায় ৫০ হাজার গাছ রোপণ হবে। সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের মধ্যে এ বছরের বৃক্ষরোপণের কাজ শেষ হবে।

বিজ্ঞাপন

সম্মাননা পাওয়া ২৫ শিক্ষা প্রতিষ্ঠান হলো- ৩১নং দাশুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪১নং চরমিরকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৯ নং ভাড়ইমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪৩ নং চরমিরকামারী মাথালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫০ নং দিয়াড় সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪৯ নং সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,৫১ নং দীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২ নং মাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৫ নং শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামচন্দ্রবহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরধাপাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোতগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইলশামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯৫ নং চর-রূপপুর সাড়েংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাদপুর উচ্চ বিদ্যালয়, মাজদিয়া উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীকুন্ডা বালিকা উচ্চ বিদ্যালয়, কালিকাপুর আব্দুল জব্বার খান স্মৃতি উচ্চ বিদ্যালয়, চরকুড়ুলিয়া উচ্চ বিদ্যালয়, নারিচা মশুড়িয়া উচ্চ বিদ্যালয়, মিরকামারী আদর্শ আলিম মাদ্রাসা, গড়গড়ি মহিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং সুলতানপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা।