ইউরোপের সেতু হাঙ্গেরি যেকোনো ছাত্রের জন্য নিরাপদ গন্তব্য। প্রতি বছর


Desk report | Published: 2022-08-28 19:28:52 BdST | Updated: 2024-04-19 04:39:38 BdST

ইউরোপের সেতু হাঙ্গেরি যেকোনো ছাত্রের জন্য নিরাপদ গন্তব্য। প্রতি বছর, হাজার হাজার শিক্ষার্থী দেশটিতে পড়তে যায়। তাদের বেশিরভাগই চাকরির অনুমতি নিয়ে সেখানেই স্থায়ী হয়ে থাকেন। এছাড়া সহজেই ইইউ ভুক্ত দেশগুলোতে ঘুরে বেড়াতে পারবেন।

উচ্চমানের শিক্ষা
হাঙ্গেরিয়ান শিক্ষা ব্যবস্থা উচ্চমানের শিক্ষাব্যবস্থা। ১৩৬৭ সালে উচ্চশিক্ষা প্রদানের লক্ষ্যে প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় দেশটিতে। হাঙ্গেরি তার গবেষণা এবং উদ্ভাবনের জন্যও ব্যাপক খ্যাতি পেয়েছে। এটি সেই জায়গা যেখানে প্রথম বলপয়েন্ট কলম আবিষ্কৃত হয়েছিল। তাছাড়া, হাঙ্গেরি বেসিক প্রোগ্রামিং ভাষা, হলগ্রাফি, হাইড্রোজেন বোমা, কোডাক সুপার সিক্স-২০ ক্যামেরার উদ্ভাবনের আবাসস্থল।

অধ্যয়নের বৈচিত্র্যময় পরিসীমা
আন্তর্জাতিক ছাত্রদের বিভিন্ন ক্ষেত্রে অধ্যয়নের বিস্তৃত সুযোগ রয়েছে। প্রায় সমস্ত প্রোগ্রাম ইংরেজিতে শেখানো হয় এবং এইভাবে স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় ছাত্রদের জন্য উন্মুক্ত। আপনি স্নাতক, মাস্টার্স এবং পিএইচডির পাশাপাশি পড়াশোনার বিভিন্ন ক্ষেত্রে অধ্যয়ন করতে পারেন। মেডিসিন, জীববিদ্যা, দন্তচিকিৎসা, রসায়ন, আর্থ সায়েন্স, ভেটেরিনারি, ম্যাটেরিয়াল সায়েন্স, পদার্থবিদ্যা এবং জ্যোতির্বিদ্যা অধ্যয়নের জন্য সেরা গন্তব্যগুলোর মধ্যে একটি হাঙ্গেরি।