ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশ উন্নত দেশগুলোর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় প্রতিবছরই বিভিন্ন স্কলারশিপ ও ফেলোশিপ ঘোষণা করা হয়। এবার পেশাদার সাংবাদিকদের ফেলোশিপ দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। এ ফেলোশিপের নাম জন এস নাইট জার্নালিজম ফেলোশিপ।
আগ্রহী প্রার্থীদের কাছ থেকে ২০২৫-২৬ সেশনের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। প্রোগ্রামটি সাংবাদিকদার নতুন উদ্যোগ, উদ্ভাবন, নিজেদের দক্ষতা, নেতৃত্ব, নতুন নতুন আইডিয়া, বিশ্ব সাংবাদিক কমিউনিটির সঙ্গে যোগাযোগ দক্ষতা বৃদ্ধির সুযোগ করে দেয়। একইসঙ্গে এ ফেলোশিপ পাওয়া সাংবাদিকদের সঙ্গে যোগাযোগেরও সুযোগ পান নির্বাচিত প্রার্থীরা।
বিশ্বের যেকোনো দেশের সাংবাদিকদরা ৯ মাসের এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আগামী বছরের সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত এই ফেলোশিপ চলবে। নির্বাচিত প্রার্থীরা ফেলোশিপের জন্য ১ লাখ ২৫ হাজার মার্কিন ডলার পাবেন। যা প্রতি ডলার ১১৯ টাকা ৮০ পয়সা হিসাবে বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৪৯ লাখ ৭৫ হাজার টাকা।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৪ ডিসেম্বর, ২০২৪ (বিশ্বের অন্য দেশের সাংবাদিকদের জন্য) ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আমেরিকান সাংবাদিকদের জন্য আবেদনের শেষ দিন আগামী ১৫ জানুয়ারি, ২০২৫ ইং।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই https://jsk.stanford.edu/become-a-fellow ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন এবং আবেদনে করতে পারবেন।