স্কুল বাস আমদানিতে শুল্ক ছাড়


টাইমস ডেস্ক | Published: 2018-06-08 16:38:58 BdST | Updated: 2024-05-20 19:52:09 BdST

স্কুল শিক্ষার্থীদের যাতায়াতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা এজেন্সি স্কুল বাস সার্ভিস চালুর আগ্রহ প্রকাশ করলে বিশেষ শুল্ক সুবিধায় আমদানির সুযোগ দেয়া হবে।

বৃহস্পতিবার (৭ জুন) দুপুরে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে (২০১৮-১৯ অর্থবছর) অর্থমন্ত্রী এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সংসদে এ বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, রাজধানীতে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য অধিকাংশ স্কুলেরই নিজস্ব কোনো বাস নেই। ফলে অভিভাবকরা নিজস্ব গাড়ি ব্যবহার করে সন্তানদের স্কুল যাতায়াত নিশ্চিত করতে বাধ্য হয়, যা রাজধানীতে যানজট সৃষ্টির অন্যতম প্রধান কারণ।

স্কুলবাস চালু হলে যানজট নিরসনের পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াত সহজ ও নিরাপদ হবে বলে মনে করেন অর্থমন্ত্রী।

এসএম/ ০৮ জুন ২০১৮