মিরপুর বাংলা স্কুলের সহকারী প্রধান শিক্ষককে অপসারণ


টাইমস প্রতিবেদক | Published: 2018-06-11 21:17:19 BdST | Updated: 2024-05-20 22:00:03 BdST

মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে অপসারণের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১০ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বিদ্যালয়) মো. কামরুল হাসান সাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধিনস্থ পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর (ডিআইএ) তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত এ বিএম আবদুছ ছালামের নিয়োগ প্রক্রিয়া বিধি সম্মত হয়নি। এ কারণে তার নিয়োগ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বলা হয়েছে, অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত শিক্ষককের সরকারি অর্থ ছাড় (এমপিও) বেতন-ভাতা বন্ধ ও তার বেতন-ভাতা যা নিয়েছেন তা সরকারি কোষাগারে ফেরতসহ এমপিও বাতিল করতে নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে ঢাকা শিক্ষা বোর্ডকে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

এসএম/ ১১ জুন ২০১৮