বগুড়া প্রি-ক্যাডেট স্কুলে পুলিশের তল্লাশি, ফেন্সিডিল উদ্ধার


টাইমস ডেস্ক | Published: 2018-06-27 04:02:25 BdST | Updated: 2024-05-20 21:51:19 BdST

বগুড়া প্রি-ক্যাডেট স্কুলের দোতলায় তল্লাশি চালিয়ে ম্যনেজিং কমিটির সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা নাসিমুল বারি নাসিমের কক্ষ থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ জুন) দুপুরে বগুড়া সদর থানা পুলিশ স্কুল কমিটির সভাপতি নাসিমের কক্ষের ভেতরে তল্লাশি চালায়। তল্লাশিকালে কক্ষের ভেতরে থাকা নাসিমের সহযোগি আরমান সরকার লিখনের টেবিলের ড্রয়ার থেকে তিন বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

জানা গেছে, প্রি-ক্যাডেট স্কুলের প্রধানশিক্ষক জহুরুল ইসলামকে গত ২১ জুন স্কুলের বন্ধ থাকা অবস্থায় সাময়িক বরখাস্ত করেন ম্যানেজিং কমিটির সভাপতি শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক নাসিমুল বারি নাসিম। এঘটনার প্রতিবাদে ২৩ জুন শিক্ষকরা একজোট হয়ে ক্লাশ বর্জনের ঘোষণা দেন। ২৪ জুন জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষকরা ক্লাসে ফিরে যান। কিন্তু ম্যনেজিং কমিটির সভাপতি নাসিম প্রধান শিক্ষকের কক্ষে তালা দিয়ে রাখেন এবং তাকে লাঞ্চিত করা ছাড়াও অন্যান্য শিক্ষকদেরকে হুমকি ধামকি দেন। এঘটনায় সোমবার প্রধান শিক্ষক জহুরুল ইসলাম বগুড়া সদর থানায় ম্যানেজিং কমিটির সভাপতি নাসিমের নামে জিডি করেন। এ খবর পেয়ে মঙ্গলবার সকালে নাসিম তার কর্মী বাহিনী নিয়ে স্কুলে হাজির হয় এবং প্রধান শিক্ষককে স্কুল থেকে বের করে দেয়ার চেষ্টা করে। অন্যান্য শিক্ষকরা এতে বাধা দিলে নাসিমের কর্মীরা শিক্ষকদেরকে লাঞ্চিত করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে শিক্ষকদের অভিযোগের প্রেক্ষিতে দুপুরের দিকে পুলিশ স্থানীয় পৌর কাউন্সিলর ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে স্কুলের দোতলায় সভাপতির ব্যক্তিগত অফিস কক্ষে তল্লাশি চালায়। তল্লাশিকালে সভাপতির পাশের টেবিলের ড্রয়ার থেকে তিন বোতল ফেন্সিডিল এবং কয়েক বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করে। এসময় নাসিম সেখানে উপস্থিত থাকলেও পুলিশ তাকে আটক না করে নাসিমের দেহরক্ষী হিসেবে পরিচিত আরমান সরকার লিখনকে গ্রেফতার করে।

তল্লাশি অভিযানে অংশ নেয়া বগুড়া সদর থানার এসআই মঞ্জুরুল হক ভুঞা জানান, নাসিমের উপস্থিতিতে তার অফিস কক্ষে তল্লাশি করা হয়েছে। যে টেবিলের ড্রয়ার থেকে ফেন্সিডিল পাওয়া গেছে ওই টেবিল নাসিমের সহযোগি আরমান সরকার লিখন ব্যবহার করতো। একারণে তাকে গ্রেফতার করা হয়েছে। অনুসন্ধান চলছে। প্রয়োজনে যেকোন সময় নাসিমকেও গ্রেফতার করা হবে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, প্রি ক্যাডেট স্কুল এর ম্যানিজিং কমিটির সভাপতির কক্ষ থেকে ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ফেন্সিডিল তিন বোতল উদ্ধার হয়েছে আরমান নামের এক জনের টেবিলের ড্রয়ার থেকে। আরমানকে গ্রেফতার করা হয়েছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

টিআর/ ২৬ জুন ২০১৮