হেরে গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা


টাইমস অনলাইনঃ | Published: 2019-02-02 10:25:35 BdST | Updated: 2024-05-17 17:38:53 BdST

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা ২০১৯ এর উদ্বোধনী ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ১০ উইকেটে হারিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মেয়েরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। খেলা শেষে তিনি যবিপ্রবির নারী ক্রিকেট দলকে অভিনন্দন। এ সময় আরও উপস্থিত ছিলেন- শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রভাষক ফিরোজ কবীর, দলের প্রধান নির্বাচক কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক নওশীন আমিন, দলীয় কোচ শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রভাষক জিল্লুর রহমান ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক সারমিন আক্তার।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) নারী ক্রিকেট দলের অধিনায়ক সাবরিনা আক্তার জেবা। উদ্বোধনী ম্যাচে ব্যাট করতে নেমে ঢাকা বিশ্ববিদ্যালয় ৭ উইকেট হারিয়ে ১০০ রান করে।

যবিপ্রবির দলীয় অধিনায়ক জেবা ৪ ওভার বল করে দেন মাত্র ১৫ রান। মাসুমা জান্নাত আশা ৩ ওভারে দেন ২৩ রান এবং ২ উইকেট লাভ করেন। দলের সহঅধিনায়ক ফারজানা আক্তার ববি ৩ ওভারে ১৫ রানের বিনিময়ে ১ উইকেট লাভ করেন। নির্ধারিত ওভার শেষে ১০১ রানের লক্ষ্যে ব্যাট করেন যবিপ্রবি নারী ক্রিকেট দল।

উদ্বোধনী জুটিতে সুমি আক্তার ও অরুন্ধুতী রায় ১০১ রানের পার্টনারশিপ করে দলকে জিতিয়ে মাঠে ছাড়েন। শেষ পর্যন্ত সুমি ৩৩ রান ও অরুন্ধুতী ৪৪ রান করেন অপরাজিত থাকে।

উল্লেখ্য, খেলার দ্বিতীয় ম্যাচে আগামীকাল শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে লড়বে যবিপ্রবির মেয়েরা। এই টুর্নামেন্টে ৬ টি দল অংশগ্রহণ করছে। আগামী ৫ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। পরবর্তী প্রতিটি ম্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।