ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাজীপুর প্রিমিয়ার লীগ শুরু


টাইমস অনলাইনঃ | Published: 2019-02-03 09:53:31 BdST | Updated: 2024-05-17 17:38:47 BdST

বেজে উঠেছে গাজীপুর প্রিমিয়ার লীগ-২০১৯ এর ডামাডোল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাজীপুর জেলার ছাত্রদের নিয়ে শুরু হয়েছে এই টুর্নামেন্ট।গাজীপুর জেলা ছাত্রকল্যান সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক এই টুর্নামেন্টে ৭টি দলের নাম উন্মোচনের মধ্যে দিয়ে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে আজ থেকে। টুর্নামেন্টের সাতটি দলের নাম হচ্ছেঃ

১.#বঙ্গতাজ_ফাইটার্স (কাপাসিয়া)

২.#ভাওয়াল_টাইগার্স (গাজীপুর সদর)

৩.#কালিয়াকৈর_স্ম্যাশার্স (কালিয়াকৈর)

৪.#মেটালিক_টঙ্গী (টঙ্গী)

৫.#ক্ষণিকা_রাইডার্স (ক্ষণিকা বাস)

৬.#কালীগঞ্জ_নাইটস (কালীগঞ্জ)

৭.#শ্রীপুর_চ্যালেঞ্জার্স (শ্রীপুর)

২ ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে এই টুর্নামেন্ট চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।এরপর বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্হিতিতে তুমুল প্রতিদ্বন্দ্বিতা পুর্ন এই টুর্নামেন্টের আকর্ষনীয় ফাইনাল অনুষ্ঠিত হবে।