আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি


ঢাবি টাইমস | Published: 2019-02-20 03:31:27 BdST | Updated: 2024-05-17 15:01:56 BdST

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট টিম।সোমবার ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ফাইনালে ১৩০ রানে পরাজিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়। 

ঢাবি টিমের নেতৃত্ব দেন বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র দিদার।

আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৯ এর ফাইনাল ম্যাচে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১৩০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে ২৩৩ রানের বিশাল লক্ষ্য দাড় করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল।

জবাবে ব্যাট করতে নেমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্দান্ত বোলিং তোপে ২ ওভার বাকি থাকতেই ১০২ রানে গুটিয়ে যায় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফলে ১৩০ রানের বিশাল জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়।

এসময় খেলা উপভোগ করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং ঢাবি ছাত্রলীগের নেতৃবৃন্দ সেখা উপস্থিত ছিলেন। 

সংক্ষিপ্ত স্কোরঃ ঢাবি – ২৩২/৭ (২০)হাবিপ্রবি – ১০২/১০ (১৮)।