২ সেপ্টেম্বর থেকে ঢাবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু


Dhaka | Published: 2019-09-01 00:54:33 BdST | Updated: 2024-05-17 13:40:52 BdST

আগামী ২ সেপ্টেম্বর, ২০১৯ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা বিশ্বিবদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০১৯-২০’। ঢাকা বিশ্বিবদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্র ও ঢাকা বিশ্বিবদ্যালয় ফুটবল কমিটির আয়োজনে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করছে ঢাকা বিশ্বিবদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

২ সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪.৩০টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন বিশ্বিবদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফুটবল কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মো. মাসুম।

ঢাকা বিশ্বিবদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউট প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। খেলাগুলো অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্বিবদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে।

ডাকসুর ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর জানান, ঢাকা বিশ্বিবদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্রতিযোগিতার সবকটি ম্যাচে ‘ডাকসু ম্যাচ সেরা পুরস্কার’ প্রদান করবে। এছাড়া সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলোয় ডাকসু’র ব্যবস্থাপনায় ধারাবিবরণী করবেন প্রথিতযশা ক্রীড়া ধারাভাষ্যকারগণ।