প্রথম ম্যাচ জিতে আমরা অনেক আত্মবিশ্বাসী: আফিফ


টাইমস ডেস্ক | Published: 2019-11-06 08:41:58 BdST | Updated: 2024-05-17 13:40:26 BdST

ভারতীয় দলের স্পিনার যুববেন্দ্র চাহাল বলছেন, দিল্লিতে হারলেও নিজেদের পিছিয়ে রাখতে রাজি নন তারা। বরং বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের হার ভুলে গেছে টিম ইন্ডিয়া। আর তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ?

আফিফ হোসেন বলছেন, প্রথম ম্যাচ জেতায় আত্মবিশ্বাসী টাইগাররা। তাহলে ভারত-বাংলাদেশ সিরিজে কি এবার সেই ‘যুদ্ধ-যুদ্ধ’ ভাব ফিরে আসার পালা?

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত লড়াই মানেই অন্যরকম আমেজ। একসময় ভারত-পাকিস্তান লড়াইয়ের মধ্যে যে ঝাঁঝ ছিল, সেটি ফুটে ওঠে এখন বাংলাদেশ-ভারত লড়াইয়ে। তবে এই সিরিজের আগে দুই দেশের সমর্থকদের মধ্যে সেই বৈরিতা ছিল না। যার মূল করণ সিরিজের পূর্বে একটা ঝড় বইয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটে।

সাকিব আল হাসান নিষিদ্ধ হয়েছেন ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও তা গোপন করায়। তার আগে ক্রিকেটারদের ধর্মঘটের ঘটনা ঘটে। সব মিলে একটা অস্থিতর সময় পার করে বাংলাদেশ। ভারত সফরে তাই কিছু শঙ্কা ছিল। এর মধ্যে আবার তামিম ইকবাল ভারত যেতে পারলেন না পারিবারিক কারণে।

কিন্তু দিল্লিতে বাংলাদেশ প্রমাণ করেছে, এই দলটা কোনো কিছুতেই মাথা নোয়াবার নয়। ভারতও এই দলকে সমীহ করছে খুব। সাকিব আল হাসান, তামিম ইকবালকে ছাড়া খেললেও বাংলাদেশের শক্তি এতটুকু কমেছে বলে মনে করেন না রোহিত শর্মা, যুজবেন্দ্র চাহালরা।

তবে রাজকোটে মঙ্গলবার অনুশীলনের পর চাহাল দাবি করলেন, ‘আমরা বাংলাদেশের চেয়ে ভালো দল।’ এমনকি ১-০ তে পিছিয়ে থাকলেও চাপে থাকার কথাটাও চাহাল মানতে চান না।

এমন অবস্থায় আফিফ জানালেন বাংলাদেশ দলের ভেতরের খবর। এই অলরাউন্ডার বলছেন, ‘ভারত চাপে কি না আমি বলতে পারব না। তবে প্রথম ম্যাচে জেতার পর আমরা অনেক আত্মবিশ্বাসী। আমরা আমাদের জায়গা থেকে ভালো অনুভব করছি। এটা ম্যাচে আমাদের আরও ভালো খেলতে সাহায্য করবে।’

সিরিজে এগিয়ে থাকায় রাজকোটে বৃহস্পতিবার জয় পেলেই সিরিজ বাংলাদেশের হবে। তবে আফিফ জানালেন এসব নিয়ে আপাতত ভাবনা নয়। টাইগারদের ভাবনা নিজেদের নিয়ে, ‘সিরিজ হারা বা জেতার প্ল্যান আমরা এখনো করছি না। আমরা নিজেদের খেলা নিয়ে ভাবছি।’

‘নিজেদের সেরা পারফরম্যান্স করার পর দেখা যাবে। আপাতত সবাই সবার জায়গা থেকে আমরা আমাদের সেরা পারফরম্যান্সটা করার চেষ্টা করব।’ -যোগ করেন আফিফ।

বৃহস্পতিবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

টিআর/ ০৫ নভেম্বর ২০১৯