শান্ত-সৌম্যর ব্যাটে ভারতের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়


টাইমস ডেস্ক | Published: 2019-11-17 05:50:53 BdST | Updated: 2024-05-17 16:23:45 BdST

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে যখন ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তিন দিনের হার মানল বাংলাদেশ, তখন বিকেএসপিতে ইমার্জিং দল দিল সুখবর। নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারের দাপুটে ব্যাটিংয়ে ভারত ইমার্জিং টিমসকে হারাল স্বাগতিকেরা।

শনিবার (১৬ নভেম্বর) এশিয়ান ক্রিকেট কাউন্সিল ইমার্জিং টিমস কাপে ভারতকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। ‘বি’ গ্রুপে আয়োজকদের এটি টানা দ্বিতীয় জয়। এর আগে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৯ উইকেটে হারায় শান্তরা। ভারত তাদের প্রথম ম্যাচে নেপালকে হারিয়েছিল।

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে বোলিং বেছে নেয় বাংলাদেশ। ভারতকে গুটিয়ে দেয় ২৪৬ রানে। লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার সৌম্য সরকারের ৭৩ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৯৪ রানে জয়ের ভিত পায় বাংলাদেশ। পরে ইয়াসির আলীর ২১ ও আফিফ হোসেন ধ্রুবর অপরাজিত ৩৪ রানে জয় নিশ্চিত করে স্বাগতিক দল।

২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৫ রানেই বিদায় নিয়েছিলেন মোহাম্মদ নাঈম শেখ। নাগপুরে ভারতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৮১ রানের দাপুটে ইনিংস খেলা ওপেনার হংকংয়ের বিপক্ষে খেলেছিলেন ৫২ রানের ইনিংস। তবে এদিন তিনি ব্যক্তিগত ১৪ রান করে ফেরেন সৌরভ দুবের বলে।

এরপর শান্ত ও সৌম্য গড়লেন ১৪৪ রানের জুটি। দুজনেরই স্ট্রাইকরেট ছিল এক শর উপরে। সিদ্ধার্থ দেশাইয়ের করা ২৩তম ওভারে সৌম্য যখন ফিরলেন দলীয় রান তখন ১৫৯। ৬৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৩ রান করেন সৌম্য।

এরপর সেঞ্চুরির কাছে গিয়েও ব্যর্থ হন শান্ত। ৮৮ বলে ১৪ চার ও ২ ছক্কায় ৯৪ রান করে ফেরেন এই বাঁহাতি। দলীয় ২০১ রানে শান্ত ফেরার পর আফিফ ও ইয়াসিরের ৪১ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ।

যদিও জয় থেকে ৫ রান দূরে থাকতে ফিরে যান ইয়াসির। ৩৯ বলে ১ চারে ২১ রান করেন তিনি। আফিফ ৪৬ বলে ৫ চারে অপরাজিত ৩৪ রান করে দলের জয় নিশ্চিত করেন। জাকির হাসান অপরাজিত ছিলেন ২ রানে।

এর আগে ভারতের পক্ষে সেঞ্চুরি তুলে নেন আরমান জাফর। ৯৮ বলে ৮ চার ও ৩ ছক্কায় ১০৫ রান করেন এই ডানহাতি। কিন্তু এরপরও স্বাগতিকদের দাপুটে বোলিংয়ে পুঁজিটাকে চ্যালেঞ্জিং করতে পারেনি ভারত। দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন ভিনায়াক গুপ্ত। বাংলাদেশের পক্ষে সর্বাধিক ৪ উইকেট নেন সুমন খান। ২টি করে উইকেট নিয়েছেন তানভির ইসলাম ও সৌম্য সরকার। ম্যাচসেরা হয়েছেন শান্ত।

এদিন দিনের অন্য ম্যাচেগুলোতে শ্রীলঙ্কাকে ৯০ রানে হারিয়েছে পাকিস্তান। ওমানকে ৯ উইকেটে আফগানিস্তান ও হংকংকে ৪০ রানে হারিয়েছেন নেপাল।

সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

এমএন/ ১৬ নভেম্বর ২০১৯